দলবদলের শেষ দিনে এনে অন্যসবার মত দল গুছিয়ে নিয়েছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। স্কোয়াডে তারুণ্যের পাশাপাশি অভিজ্ঞ বিদেশী খেলোয়াড় সসংযুক্ত করেছে মোহামেডান কর্তৃপক্ষ। নতুন মৌসুমে শিরোপা দৌড়ে এগিয়ে থাকার জন্যে নিজেদের পুরোপুরি প্রস্তুতি করে নিয়েছে সাদা-কালোরা।
মোহামেডান শিবিরের মধ্যমণি হিসেবে রয়েছে সোলেমান দিয়াবাতে। গত মৌসুমে মোহামেডানের হয়ে ২১ গোলে ভূমিকা রেখেছিলো দিয়াবাতে। তাই নতুন মৌসুমেও মোহামেডানের আক্রমণভাগের জেনারেলের দায়িত্ব এই মালিয়ান ফরোয়ার্ড। দিয়াবাতের সাথে জুটি মেলাবেন নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে ইম্যানুয়েল।
সোলেমান দিয়াবাতের সাদা-কালোদের শিবিরে তুরুপের তাস হিসেবে কাজ করবেন উজবেক মিডফিল্ডার মুজাফর মুজাফরোভ। এই উজবেক মিডফিল্ডার গত মৌসুমেও মোহামেডানের হয়ে পারফর্ম করেছিলো। এছাড়া এএফসি কাপের বাছাইপর্বে ঢাকা আবাহনীতে লোনে গিয়েও নিজের পারফরম্যান্সের বজায় রেখেছিলো।
মধ্যমাঠ শক্ত করে তুলতে দলের মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের দলে পুনরায় ফিরে এনেছেন জাপানিজ মিডফিল্ডার উরয়ু নাগাতাকে। ১৮-১৯ মৌসুমে প্রথমবারের মতো নাগাতা মোহামেডানের হয়ে খেলেছিলো। সেইসময়ে মোহামেডানে হয়ে ৪৮ ম্যাচে ৪ গোলের পাশাপাশি ২টি এসিস্টও করেছিলো। পরবর্তীতে অস্ট্রেলিয়ান ঘরোয়া ফুটবলে তিনটি দলের হয়ে খেলেছিলেন। এছাড়া মিডফিল্ডে আরো দেখা যাবে তরুণ তুর্কি শাহরিয়ার ইমনকে।
গোলবারের দায়িত্বে বরাবরের মতো মোহামেডানের ভরসা নাম সুজন হোসেন। এবারের মৌসুমে ৬ জন বিদেশী এবং ২৯ জন দেশী খেলোয়াড় নিয়ে সর্বমোট ৩৫ জনের দল গঠন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি এবারের মৌসুমে নতুন কিছু মুখ নিয়ে হাজির হয়েছে মোহামেডান। সৈন্যসামন্ত নিয়ে ফুটবলের রণাঙ্গনে লড়াই করার জন্য নিজেদের পুরোপুরি প্রস্তুত করে নিয়েছে ঐতিহ্যবাহী দলটি। এখন শুধু মাঠের ফলাফলের অপেক্ষা।