১৩ আগস্ট ভোরে এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে মালদ্বীপ যাওয়ার কথা রয়েছে বসুন্ধরা কিংসের। তবে মালদ্বীপ যাওয়ার আগে বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে টানা দ্বিতীয় বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন হওয়া। আজ (৯ আগস্ট) শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারালেই টানা ২য় বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন হবে বসুন্ধরা কিংস।

ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচ, এই ম্যাচ জিতলেই চার ম্যাচ হাতে রেখেই শিরোপা উৎসবে মেতে উঠতে পারবে কিংসের ফুটবলাররা।

এখন পর্যন্ত লিগে ১৯ ম্যাচ শেষে ৫২ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথে এক পা এগিয়ে রেখেছে কিংস। ১৮ ম্যাচ শেষে ২য় অবস্থানে থাকা শেখ জামালের সংগ্রহ ৩৯ পয়েন্ট আর ৩য় অবস্থানে থাকা ঢাকা আবাহনীর সংগ্রহ ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট। এই অবস্থায় আজ জয় পেলেই শিরোপা জয়ের জন্য পরবর্তী ম্যাচ গুলো নিয়ে আর ভাবতে হবে না কিংসকে। লীগের শুরু থেকেই বেশ দাপুটে পারফর্ম করা কিংস ১৯ ম্যাচে ১৭ জয়ের বিপরীতে হার শুধু ১টিতে, বাকি ম্যাচ ড্র। শেখ জামালের বিরুদ্ধে সর্বশেষ দেখায় ড্র করেছিলো অস্কার ব্রুজনের শিষ্যরা।

গত মৌসুমের ৬৩ পয়েন্ট নিয়ে লীগ জয়ের অবস্থাকে এবার ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে কিংসের সামনে, বাকি সব ম্যাচ জিতলে ৬৭ পয়েন্ট নিয়ে লীগ শেষ করার হাতছানি থাকছে ইতিমধ্যে এবারের ফেডারেশন কাপ জয়ী কিংসের। এছাড়াও সামনের স্বাধীনতা কাপও জিতলে থাকবে ঘরোয়া ট্রেবল জয়ের সুযোগ।

Previous articleড্র মুক্তিযোদ্ধা-বারিধারা ম্যাচ
Next articleসাফ চ্যাম্পয়িনশীপের আয়োজক মালদ্বীপ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here