জাতীয় দলের হয়ে নেপাল সফর শেষে এবার মালদ্বীপে পাড়ি দিবেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। তবে তা জাতীয় দলের জার্সিতে নয়, খেলতে যাবেন মালদ্বীপের ঘরোয়া ফুটবল টুর্ণামেন্ট।
এর আগে তিনি তিনবার মালদ্বীপের ধিবেহি সিফাইং ক্লাবের জার্সিতে ফুটবল খেলেছেন। ২০১৫ ফুটবল মৌসুমে সর্বপ্রথম মালদ্বীপের লীগের খেলতে যান সাবিনা খাতুন। তখন তিনি মালদ্বীপ ডিফেন্স ফোর্সের হয়ে খেলছেন। সেই মৌসুমে দলটির হয়ে ৭ ম্যাচে করেছিলেন ২২ গোল। ডিফেন্স ফোর্সের হয়ে খেলার পরের মৌসুমে ধিবেহি সিফাইংয়ে যোগ দেন সাবিনা।
তিনি মালদ্বীপ ছাড়া ভারতের নারী লীগের দল সেথু এফসিতে খেলেছেন। সেথু এফসির হয়ে ৬ ম্যাচে ৭ গোল করেছেন এই ফরোয়ার্ড। এছাড়াও বাংলাদেশের নারী লীগেও রয়েছে তার পদচারণা, খেলেছেন বসুন্ধরা কিংসের হয়ে। আগামী ২৭ শে সেপ্টেম্বর ধিবেহি সিফাইং ক্লাবের হয়ে খেলতে মালদ্বীপ পাড়ি জমাবেন সাবিনা খাতুন। একই দলের হয়ে খেলতে তার সফরসঙ্গী হবেন তারই বসুন্ধরা কিংসের সতীর্থ ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। গত মৌসুমেও দুইজন একই দলের হয়ে খেলেছেন।