রাজনৈতিক পট পরিবর্তনের পর এর নেতিবাচক প্রভাব পড়েছে দেশের ঘরোয়া ফুটবলে। হামলার শিকার হওয়াসহ আওয়ামীপন্থী কর্মকর্তারা গা ঢাকা দেওয়ায় বেশ কয়েকটি ক্লাবই বিপর্যয়ের মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সফলতম ক্লাব ঢাকা আবাহনী। এবার আরো একটি নেতিবাচক খবর পেল তারা।
গত ৫ আগষ্ট ঢাকা আবাহনীর ক্লাবে হামলা করে দুর্বৃত্তরা। ক্লাব প্রাঙ্গণ ভেঙেচুরে ছিনিয়ে নেয় সব ট্রফিসহ সব নথিপত্র। তাছাড়া আবাহনীর চেয়ারম্যানসহ প্রায় সব কর্তারাই কেউ আটক আবার কেউ গা ঢাকা দিয়ে আছেন। তাই এই মৌসুমে না খেলার সিদ্ধান্তও নিয়েছিল তারা। তারপরও শেষ মুহূর্তে বিদেশি ছাড়াই দলবদল সম্পন্ন করে ক্লাবটি। আর্থিক অনটনের কারণে ঢাকার বাইরে হোমভেন্যু নির্ধারণে অনাপত্তি ছিল তাদের। তাই ঢাকার ভেতর বর্তমানে একমাত্র ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনাকে হোম ভেন্যু করতে চিঠি দেয় তারা। তবে সেখান থেকে ‘না‘ সূচক উত্তর পেয়েছে আবাহনী।
ঢাকা আবাহনীর আগে ফর্টিস এফসি কিংস অ্যারেনাকে নিজেদের হোম ভেন্যু করার আবেদন করে। তাই তাদেরকেই ভেন্যু ব্যবহারের অনুমতি দিয়েছে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ। একটি জাতীয় সংবাদ মাধ্যমে কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘ফর্টিস ও আবাহনী দুই ক্লাবই আমাদের মাঠটি হোম ভেন্যু করার আবেদন করেছিল। আগে ফর্টিস আবেদন করায় আমরা তাদেরকে হোম ভেন্যু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন একটি ভেন্যু সর্বোচ্চ দুই ক্লাব ব্যবহার করতে পারবে। কিংসের পাশাপাশি ফর্টিস ব্যবহার করলে স্বাভাবিকভাবেই আবাহনীর তখন সুযোগ থাকছে না। আজই চিঠি যাচ্ছে।’
এদিকে বসুন্ধরা কিংস অ্যারেনা ব্যবহারের অনুমতি না পাওয়ায় আবাহনী তাদের বিকল্প হোম ভেন্যু হিসেবে কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ব্যবহার করার কথা আগেই জানিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে কুমিল্লায় নিজেদের হোম ম্যাচগুলো খেলবে ঐতিহ্যবাহী ক্লাবটি।