এএফসি কাপে অংশগ্রহন করবে না ভারতের এটিকে মোহনবাগান। তাদের দুজন খেলোয়াড় ও একজন কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় তারা এএফসি’কে খেলতে না চাওয়ার বিষয়ে চিঠি দিয়েছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
করোনা মহামারীতে ভারতের অবস্থা সংকটাপন্ন। এর মধ্যে আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা থাকা নিজেদের বিদেশী খেলোয়াড়দেরও পাচ্ছিলো না এটিকে মোহন বাগান। তাই আগেই একবার খেলা পিছিয়ে দেয়ার আবেদন জানানয় তারা।৷ কিন্তু তাতে সাড়া দেয়নি এএফসি।
তবে এবার বিষয়টি নিয়েছে আরো কঠিন রূপ। বিদেশীদের ছাড়া খেলতে মালদ্বীপ যাওয়ার কথা মোহন বাগানের। কিন্তু করোনা পরীক্ষায় তাদের দুই খেলোয়াড় প্রবীর দাস ও শেখ সাহিল সহ একজন কর্মকর্তা করোনা পজিটিভ হওয়ায় এখন আর খেলতে যেতেই চাচ্ছে না তারা। এই বিষয়ে তারা এএফসি’কে চিঠি দিয়ে জানিয়েছে। এএফসি’র সিদ্ধান্ত আসলেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে উক্ত বিষয়ে।