ফিফা বিশ্বকাপ ২০২৬ এর বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডের খেলায় বসুন্ধরা কিংস এরেনায় শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। প্রথম দেখায় অস্ট্রেলিয়ার মাটিতে ৭-০ গোলে বিধ্বস্ত হওয়ায় রক্ষণাত্মক ভঙ্গিতেই মাঠে দেখা যেতে পারে হ্যাবিয়ের ক্যাবরেরার শিষ্যদের। দেখে নেয়া যাক কারা হতে পারে লাল-সবুজের শুরুর একাদশের প্রতিনিধি।
একাদশ আলোচনার আগেই সবচেয়ে বড় খবর হতে পারে একাদশে নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার অনুপস্থিতি। ক্যাপ্টেন আর্মব্যান্ড হাত বদল হয়ে দেখা যেতে পারে দলের আরেক অভিজ্ঞ খেলোয়াড় তপু বর্মনের হাতে।
তবে স্বস্তির খবর, একাদশের ফিরতে যাচ্ছেন শেখ মোরসালিন ও তারিক কাজী। রাকিবকে সঙ্গ দিতে এবার প্রথম থেকেই মাঠে থাকবেন দেশের ফুটবলের নতুন পোস্টার বয় মোরসালিন। যদি ম্যাচটিতে বাংলাদেশের গোল করার সমূহ সম্ভাবনাও তৈরি করতে হয়, তবে অবশ্যই অপেক্ষা করতে হবে দুই দুইয়ের কোন জাদুকরী মুহূর্তের। অন্যদিকে জামালের অনুপস্থিতিতে মধ্যমাঠের দায়িত্ব সামলাতে দেখা যাবে মোহাম্মদ হৃদয়কে। তাকে সঙ্গ দিবে দুই সোহেল রানা।
স্বাভাবিকভাবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে রক্ষণাত্মক ভঙ্গিতেই দেখা যাবে বাংলাদেশকে। তাই মাঠে দেখা যেতে পারে পাঁচ ডিফেন্ডারকে। দুই উইং ব্যাকে সাদ উদ্দিন ও ঈসা ফয়সালের সাথে তিন সেন্টার ব্যাক হিসেবে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তপু বর্মন, তারিক কাজী ও মেহেদী মিঠুর।
গোলবারের নিচে বাংলাদেশের ভরসার প্রতীক হয়ে উঠেছেন মিতুল মারমা। তাই এই পজিশনে কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে।
শারীরিক দিক দিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের চেয়ে অনেক এগিয়ে অস্ট্রেলিয়া। নিয়মিত বিশ্বকাপ খেলা দলটির বিপক্ষে আসলে বাংলাদেশ কতটুকু প্রতিরোধ গড়তে পারবে তা দেখার বিষয়। মাঠটা কিংস এরেনা, দলটা বাংলাদেশ, স্বপ্ন সবাই বুনেছি, হয়ে যাক বুক চিতিয়ে আরেকবার লড়াই।