বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে কাতারের বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। একপেশে এই ম্যাচে কোন প্রাপ্তি নেই লাল-সবুজ জার্সি ধারীদের। কিন্তু অনেকেই একাদশে গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে দেখে অবাক হলেও ম্যাচে শেষে হয়তো তার খেলাকেই প্রাপ্তি হিসেবে দেখছেন তারা।

গতকালের ম্যাচে কাতার মোট ৩২ টি শট নেয় যার ১৫ টিই ছিলো গোলমুখে। সেখানে বাংলাদেশের রক্ষাকারী হয়ে উঠেন মাত্র নিজের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা আনিসুর রহমান জিকো। অসাধারণ কিছু সেভ করে গোলের ব্যবধান পাঁচ পর্যন্ত রাখতে সক্ষম হন তিনি। ফলে রানার পরিবর্তে জিকোকে সুযোগ দিয়ে কোন ভুল করেননি এমনটাই মনে করেন বাংলাদেশ কোচ জেমি ডে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জেমি ডে বলেন, ‘আমি মনে করি জিকোকে খেলিয়ে আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি। সে চমৎকার কয়েকটা সেভ করেছে। সে অবিশ্বাস্য এবং বিশ্বমানের কিছু সেভ করেছে। তবে স্কোরলাইন ৪-০ হলে ভালো হতো।’

জামাল-তপুদের খেলায় একেবারে অসন্তুষ্ট নন বাংলাদেশ কোচ। মনে করিয়ে দেন দুই দলে প্রস্তুতির পার্থক্যও, ‘কাতার এশিয়ার সেরা দল। তারা চার মাস ধরে অনুশীলন করছে। আমরা অনুশীলন করেছি পাঁচ সপ্তাহ। আগের ম্যাচে তারা শক্তিশালী কোরিয়ার বিপক্ষে খেলে এসেছে। আমি মনে করি, কাতারের বিপক্ষে ছেলেরা ব্রিলিয়ান্ট (দারুণ) খেলেছে।’ তিনি আরো বলেন, ‘কাতারের মতো বলের নিয়ন্ত্রণ এবং টেকিনিক্যাল সামর্থ্য আমাদের এক নয়। তবে ছেলেরা শতভাগ দিয়েছে। এই অল্প সময়ের মধ্যে কাতারের বিপক্ষে খেলার জন্য প্রস্তুতি নিতে কঠোর পরিশ্রম করেছে।’

Previous articleকাতারে বড় হার জামাল ভুঁইয়াদের!
Next article‘সেখানে খেলা কঠিন ছিলো, এখানে তা হয়নি’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here