আসন্ন ফুটবল মৌসুমকে সামনে রেখে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের দলবদল ইতিমধ্যে শুরু হয়েছে। দেশের খেলোয়াড় নিয়ে এবার দল বদলের চিন্তা না থাকায় সকলেই ভালো মানের বিদেশী দলভুক্ত করতে চাচ্ছে। সেই ধারাবাহিকতায় যোগ দিয়েছে দেশের অন্যতম সেরা ক্লাব ঢাকা আবাহনীও। দলভুক্ত করতে যাচ্ছে একজন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ফ্রান্সিসকো ওয়াগসলে রদ্রিগেস ডি সওসা ফিলোহো, যিনি ফ্রান্সিকো টোরেস নামেই বেশি পরিচিত যোগ দিতে পারেন আকাশী নীল শিবিরে। ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড সর্বশেষ খেলেছেন ইন্দোনেশিয়ার ক্লাব ব্রুনো এফসি’তে। সাও লুইজ ক্লাবে বেড়ে উঠা এই ফুটবলার খেলেছেন বিভিন্ন দেশের লীগে। ব্রাজিল, ফিনল্যান্ড, রোমানিয়া, সুইডেন, জর্ডান, কুয়েত, ইউএই ও ইন্দোনেশিয়ার বিভিন্ন স্তরের ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
সর্বশেষ মৌসুমে ব্রুনো এফসি’র হয়ে তিন ম্যাচে দুটি গোল ও একটি এসিস্ট করেছেন তিনি। এর আগের মৌসুমের ইন্দোনেশিয়ান লীগে অন্য দল বেরিটো পুটেরা’র হয়ে ১৫ ম্যাচ খেলে ৮ গোল করেছেন।