ফাইনাল খেলার আশা নিয়ে শ্রীলঙ্কায় চার জাতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট মহিন্দ রাজাপক্ষ কাপে অংশ নিতে দেশ ছেড়েছিল বাংলাদেশ। তবে প্রথম ম্যাচে ১৯৯ নম্বরে থাকা সিশেলসের বিপক্ষে এগিয়ে থেকেও ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।
নিজের অভিষেক ম্যাচে জয় বঞ্চিত হলেন নতুন অন্তর্বর্তীকালীন কোচ মারিও লেমোস। তাইতো সংবাদ সম্মেলনে সদা হাস্যোজ্জ্বল মারিও লেমোস মলিন মুখে বললেন, ‘আমি অবশ্যই হতাশ এমন ফলাফলে’। সিশেলসের মতো রেংকিংয়ে পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে এক গোলের লিড নিয়ে শেষ মুহুর্তে ড্র করার কারণ সম্পর্কে তিনি ফুটবলারদেরই কাঠগড়ায় দাঁড় করালেন, ‘খেলোয়াড়রা ভেবেছিল হয়তো আমরা জিতেই যাচ্ছি। ম্যাচের শেষ মুহুর্তে মনযোগে কিছুটা ঘাটতি ছিল।’
পাশাপাশি নিজেদের গোল না করার ব্যর্থতাকেই ম্যাচ ড্রয়ের কারণ হিসেবে দেখছেন লেমোস, ‘আসলে আমরা প্রথমার্ধেই দুই তিন গোলের লিড নিতে পারতাম। সেই সুযোগগুলো হাতছাড়া হওয়ায় ফল ভিন্ন হয়েছে।’
চার দলের মধ্যে সবচেয়ে দুর্বল সিশেলসের বিরুদ্ধে ড্র করে এখন বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা সম্ভাবনা ক্ষীণ হওয়ার পথে। তবে এখনই আশা ছাড়ছেন না কোচ, ‘চার দলের মধ্যে মালদ্বীপ টেকনিক্যালি এগিয়ে। চার দলেরই এখন পয়েন্ট এক। আমাদের আরো দুই ম্যাচ রয়েছে। ফাইনালের সম্ভাবনা এখনো আছে।’
বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ১৩ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে।