কোচ পরিবর্তন ইস্যু সহ নানান নাটকীয়তার পর অবশেষে ঘোষণা করা হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ এর জন্য মূল স্কোয়াড। দলে নতুন কোন চমক না থাকলেও সদ্য নাইজেরিয়ায় নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশের নাগরিক হওয়া এলিটা কিংসলে রয়েছে এবারের জাতীয় দলে। আরো আগেই বাংলাদেশের পাসপোর্ট পেলেও আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য ফিফা ও এএফসি থেকে ছাড়পত্র পাননি কিংসলে। তাইতো বসুন্ধরা কিংসের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে খেলতে পারলেও খেলতে পারেননি এএফসি কাপে।
তবে কিংসলের সাফে খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। কেননা এখনো ফিফা থেকে ছাড়পত্র পায়নি বাফুফে।বাফুফে সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘কিংসলের এখনো বাংলাদেশ দলে খেলার জন্য অনুমতিপত্র আসেনি। আমরা এজন্য অপেক্ষায় আছি। এই মুহূর্ত পর্যন্ত সে খেলার জন্য যোগ্য না।’
ফিফা-এএফসির অনুমতিপত্র নিয়ে এখনো সংশয় রয়েছে। কিংসলে শেষ পর্যন্ত অনুমতি না পেলেও বিকল্প ভেবে রেখেছেন জাতীয় দলের নতুন কোচ অস্কার ব্রুজন। তিনি মনে করেন কিংসলে না খেলতে পারলেও তার বিকল্প আমার দলে রয়েছে।