সদ্য শেষ হওয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে জয় লাভের এক সপ্তাহ পার হতে না হতেই আজ সভায় বসছে নির্বাহী কমিটি। আজ (রবিবার) দুপুর আড়াইটায় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন নতুন কমিটির প্রথম সভা আহ্বান করেছেন।

এদিকে সভায়া কি নিয়ে আলোচনা হতে পারে সে সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সংবাদ মাধ্যমে জানান, ‘নির্বাচনের ফলাফল, এজিএম পর্যালোচনা পাশাপাশি নির্বাচিত হওয়াদের সাথে পরিচিতি এসব এজেন্ডায় রয়েছে।’

মূলত পরিচিত পর্ব বলা হলেও সকলের দৃষ্টি থাকবে কে পাচ্ছে কোন কমিটির দায়িত্ব। একদিকে আব্দুস সালাম মুর্শেদী এবং কাজী নাবিল আহমেদ তাদের আগের পদেই অর্থাৎ একজন প্রফেশনাল লীগ কমিটির চেয়ারম্যান এবং অন্যজন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান হিসেবে থাকছেন বলে প্রায় নিশ্চিত। তবে নতুন নির্বাচিত সভাপতিরা পাবেন বড় দায়িত্ব। আগের কমিটির সহ-সভাপতি বাদল রায় অসুস্থ হওয়া ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কাজী সালাউদ্দীন নিজেই। এবার তিনি থাকছেন না সেটা আগেই জানিয়েছেন, তাই প্রথম বারের মতো সহ-সভাপতি হওয়া আতাউর রহমান মানিকের এই পদে স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা বেশি।

পাইওনিয়ার লীগ কমিটি বাতিল হবে বলে জানিয়েছেন কাজী সালাউদ্দিন। তার মতে এটি মহানগরী লীগ কমিটির তত্ত্বাবধানে দিয়ে দিলেই ভালো হয়। জেলা লীগগুলো নিয়ে পূর্বে অধিক আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয়েছিলো কাজী সালাউদ্দিনকে। ফলে এবার এর দায়িত্ব পড়তে পারে নব-নির্বাচিত সহ-সভাপতি ইমরুল হাসানের কাঁধে।

Previous articleপুলিশ এফসি’র কোচ হয়ে আসছেন পাকির আলী!
Next articleনতুন-পুরাতনদের দায়িত্ব দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় বাফুফে’র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here