লিগের শুরুটা হয়েছিলো বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে পরাজিত করে। কিন্তু এরপর থেকেই নিজেদের ছন্দ আর খুঁজে পায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘ। নবাগত দলটিই ১৮ তম রাউন্ড শেষে অবনমনের সবচেয়ে কাছে। আজ বাংলাদেশ পুলিশ এফসি’র কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে তারা।
আজ রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ম্যাচের কোন অংশেই প্রাধান্য বিস্তার করতে পারেনি স্বাধীনতা। তবে অনেকক্ষণ গোলবার সামলে রাখে তারা। কিন্তু ম্যাচের ৭১ মিনিটে স্পট কিক থেকে পুলিশকে গোল এনে দেন আফগান ফরোয়ার্ড আমিরুদ্দিন শারিফি। বাকি সময়ে ম্যাচে ফিরতে পারেনি স্বাধীনতা। এতে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
এই জয়ে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ পুলিশ এফসি। সমান ম্যাচে স্বাধীনতার অর্জন মাত্র ৯ পয়েন্ট।