আগামী ২০২৬ সালে বিশ্বকাপ আয়োজন আয়োজিত হবে আমেরিকা,কানাডা এবং মেক্সিকো এই তিন দেশের সমন্বয়ে। আগামী জুলাই থেকে আগামী বিশ্বকাপের জন্যে এশিয়া পর্বের বাছাইয়ে কার্যক্রম শুরু হবে। আগামী ২৭ শে জুলাই প্রথম রাউন্ডের ড্র অনুষ্ঠিত হবে। র্যাংকিংয়ে পিছিয়ে থাকার ফলে প্রথম রাউন্ড থেকেই বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
বিশ্বকাপ বাছাই ছাড়াও আগামী সেপ্টেম্বরে দুইটি প্রীতি ম্যাচে অংশ নিবে বাংলাদেশ। দুইটি ম্যাচই খেলবে যেকোনো একটি দলের বিপক্ষে। তবে প্রতিপক্ষ কে হবে সেটি এখনো ঠিক করে নি বাফুফে। এই প্রসঙ্গে বাফুফে সহ-সভাপতি এবং ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘সেপ্টেম্বরে আমরা দুটি প্রীতি ম্যাচ খেলব একটি দলের বিপক্ষে। সেই দলটি কারা হবে, সেটা নির্ভর করছে ২৭ জুলাই বিশ্বকাপ বাছাইয়ের ড্রয়ের ওপর।’
ন্যাশনাল টিমস কমিটির পরবর্তী সভায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ড্র অনুষ্ঠানের সাথে মিল রেখে। অর্থাৎ ২৭ শে জুলাই ন্যাশনাল টিমস কমিটির পরবর্তী সভা বসবে। ওইদিনই প্রতিপক্ষ নিশ্চিত করবে ফেডারেশন। কাজী নাবিল আহমেদ জানান, ‘২৭ শে জুলাই সকালে আমরা প্রতিপক্ষ জানব। বিকেলে আলোচনা করব প্রীতি ম্যাচের প্রতিপক্ষ নিয়ে। বিশ্বকাপ বাছাইয়ের ভালো প্রস্তুতির জন্য আমরা শক্তিশালী প্রতিপক্ষ নেওয়ারই চেষ্টা করব।’
এছাড়া ড্র অনুষ্ঠানের জন্যে অপেক্ষা কারণ দেখিয়ে যুক্তি তুলে ধরেন নাবিল আহমেদ। সহ-সভাপতি বলেন, ‘বিশ্বকাপ বাছাই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে যার সঙ্গে খেলা পড়বে তাদের সঙ্গে খেলতে পারব না। তাই ড্রয়ের পরই দল চূড়ান্ত হবে