প্রো লাইসেন্স পরীক্ষায় উর্ত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে। ২০১৯ সাল থেকে জাতীয় দলের কোচদের প্রো লাইসেন্স থাকা বাধ্যতামূলক করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তখন অনেকেরই সেই লাইসেন্স না থাকা ফিফা সময়সীমা ২০২১ সাল পর্যন্ত করে। তাই ইংল্যান্ডে প্রো লাইসেন্স পাওয়ার জন্য পরীক্ষা দেন জেমি। এতে পাশ করে তিনি জাতীয় দলের কোচ হওয়ার মানদণ্ডে পৌঁছালেন।
নিজের লাইসেন্স প্রাপ্তি নিজে এক জাতীয় দৈনিককে জেমি জানান, ‘আমি আজ (গতকাল) প্রো লাইসেন্স কোর্সে পাশ করেছি। দুই বছর ধরে এই কোর্সের জন্য অনেক কোচের অধীনে পরীক্ষা দিতে হয়েছে। করোনার সময়েও জুমে কোর্সের কার্যক্রম চলেছে। কোর্স শেষ করতে পেরে ভালো লাগছে। ফুটবল কোচদের সর্বোচ্চ যোগ্যতা অর্জন করতে পেরে আমি গর্বিত।’
প্রো লাইসেন্স পেয়ে যাওয়ায় জাতীয় দলের কোচ হতে আর কোন বাঁধা রইলো না জেমি ডে’র। ফলে নতুন চুক্তি অনুযায়ী আগস্ট হতে বাংলাদেশ দলের হয়ে দায়িত্ব পালনে দেখা যাবে তাকে।