দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের দ্বিতীয় মর্যাদার টুর্নামেন্ট, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ, আগামী ১১ থেকে ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। টুর্নামেন্টটির আয়োজক হিসেবে এবারও বাংলাদেশ নির্বাচিত হয়েছে। তবে, আয়োজনের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনও নিশ্চিত নয় কোন মাঠে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে।

বাফুফের ইচ্ছা টুর্নামেন্টটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজনের। তবে দেশের প্রধান ফুটবল ভেন্যুটি সময়মতো প্রস্তুত হবে কিনা, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে জানানো হয়েছিল, ডিসেম্বরের মধ্যে মাঠ প্রস্তুত হবে, তবে ফ্লাডলাইট ছাড়া। এদিকে, ফ্লাডলাইট স্থাপনের কাজ শুরু হতে পারে ডিসেম্বরের মাঝামাঝি এবং তা সম্পন্ন হতে আরও দুই মাস সময় লাগতে পারে। সেক্ষেত্রে টুর্নামেন্ট শুরুর আগে ফ্লাডলাইট স্থাপন অসম্ভব হয়ে পড়বে।

বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানান, “ফ্লাডলাইট ছাড়া সাফ টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয়। জাতীয় ক্রীড়া পরিষদ ফ্লাডলাইট স্থাপনের বিষয়ে জরুরি পদক্ষেপ নিলে তা ভিন্ন কথা, না হলে বাংলাদেশ আয়োজকের মর্যাদা হারানোর শঙ্কায় পড়বে।”

মাহফুজা আক্তার কিরণ আরও জানান, “বিকল্প ভেন্যুর বিষয়ে এখনো কিছু ভাবা হয়নি। বাফুফের পক্ষ থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলার পরিকল্পনা জানানো হয়েছে সাফ কে। যদি ফ্লাডলাইট স্থাপন না হয়, সাফ সিদ্ধান্ত নেবে টুর্নামেন্ট বাংলাদেশে হবে নাকি অন্য কোথাও সরিয়ে নেওয়া হবে।”

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন আশা করছে, সময়মতো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম প্রস্তুত করা সম্ভব হবে। তা না হলে, সাফ তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

Previous articleযেসব ভেন্যুতে অনুষ্ঠিত হবে ঘরোয়া ফুটবল
Next articleবেতন না পাওয়ার অভিযোগ করে কিংস ছাড়লেন রবসন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here