আসন্ন বাংলাদেশ-নেপাল দুই প্রীতি ম্যাচের সিরিজে দর্শক থাকবে এটি আগেই ঘোষনা করেছিলো বাফুফে। সরকারি স্বাস্থ্য বিধি মেনে জামাল ভুঁইয়াদের সমর্থন দিতে মাঠে থাকতে পারবে দর্শকরা। আজ সংবাদ সম্মেলনে টিকেটের সংখ্যা ও দাম জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
করোনার কারণে এতোদিন মাঠে খেলা ছিলো না। বর্তমানে মাঠে খেলা ফিরলেও দর্শকদের গ্যালারিতে থাকতে দিবে কিনা এই নিয়ে ছিলো শংঙ্কা। তবে সব শংঙ্কা দূর করে বাংলাদেশ নেপাল ম্যাচের জন্য আট হাজার টিকেট ছাড়ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। টিকিটের দাম ভিআইপি ৫০০ ও সর্বনিম্ন সাধারণ গ্যালারির জন্য ১০০ টাকা। এই দুই ক্যাটাগরির টিকিট ছাড়বে বাফুফে।
উল্লেখ্য যে, আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচ দুটি শুরু হবে।