নির্বাচনের পর বাফুফের দায়িত্বে এসেছে নতুন কমিটি। তবে স্ট্যান্ডিং কমিটিগুলো এখনো পূর্ণাঙ্গ হয়নি। সবার আগে পূর্ণাঙ্গ হয়েছে পেশাদার লিগ কমিটি। যেখানে জায়গা পেয়েছেন বিভিন্ন শ্রেনী-পেশার মানুষজন। যা নিয়ে ফুটবল পাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে আগেই দায়িত্ব পান সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান। নতুন সভাপতি তাবিথ আওয়াল বাফুফের কাউন্সিলরদের নিয়েই স্ট্যান্ডিং কমিটিগুলো পূর্ণ করার কথা বলেছিলেন। কিন্তু ইমরুল হাসানের নেতৃত্বাধীন পেশাদার লিগ কমিটিতে কিছুটা চমক রয়েছে।

পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন ইমরুল হাসান। ডেপুটি চেয়ারম্যান হিসেবে কমিটিতে রয়েছে বাফুফের সদস্য জাকির হোসেন চৌধুরী। এছাড়া সদস্য হিসেবে আছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ, জেষ্ঠ্য ক্রীড়ালেখক ও ক্রীড়া বিশ্লেষক ইকরামউজ্জমান চৌধুরী, ফর্টিস এফসির সভাপতি শাহীন হাসান, বাফুফের উপনির্বাচনে সদস্য প্রার্থী এখলাস উদ্দিন, ইউনেস্কোর হেড অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিক এনগেজমেন্ট নুসরাত আমিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মুনিম মুবাসসির।

এই কমিটির সবচেয়ে বড় চমক ফুটবল বিশ্লেষক ও ব্লগার মোহাম্মদ সেলিম (সেলিম সাদ)। সামাজিক যোগাযোগ মাধ্যমের ফুটবল বিষয়ক গ্রুপগুলো নিয়মিত মুখ তিনি। মূলত সাধারণ সমর্থকদের প্রতিনিধি হিসেবে তাকে কমিটিতে জায়গা দেওয়া হয়েছে। তবে তার অন্তর্ভুক্তি নিয়ে সংগঠকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারপরও নতুন এই কমিটির অধীনে পেশাদার লিগের মান আরো উন্নত হবে এমনটাই প্রত্যাশা সবার।

Previous articleবেতন না পাওয়ার অভিযোগ করে কিংস ছাড়লেন রবসন!
Next articleমোহামেডান কিংস অ্যারেনায় আর খেলতে চায় না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here