বাংলাদেশের রক্ষণের অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তারিক রায়হান কাজী। রক্ষণ সামলানোর পাশাপাশি জাতীয় দলের হয়ে দুটি গোলও রয়েছে তার। চলতি সাফে মালদ্বীপের বিপক্ষে টিকে থাকার লড়াইয়ে তারিকের গোলেই লিড নিয়েছিল বাংলাদেশ। তবে সেই তারিককে পাওয়া যাচ্ছে না ভুটানের বিপক্ষে ম্যাচে।

ভুটানের বিপক্ষে জয় নিয়েই সাফের সেমি ফাইনালে খেলতে চায় বাংলাদেশ। অবশ্য দিনের প্রথম ম্যাচে মালদ্বীপকে লেবানন হারিয়ে দিলে ভুটানের বিপক্ষে পয়েন্ট পেলেই এবারের সাফের সেমি ফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ। তারপরও ভুটানের বিপক্ষে জয় ছাড়া অভিন্ন কিছু ভাবছে না জামাল ভুঁইয়ারা। তবে মালদ্বীপ ম্যাচে পাওয়া ইনজুরি এই ম্যাচ থেকে তারিক কাজীকে ছিটকে দিয়েছে। তারিক কাজীর ইনজুরির বিষয়ে দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘তারিক কাল (আজ) খেলবে না। যদিও ওর গোড়ালির চোটের এক্স-রেতে কোনো চিড় ধরা পড়েনি, এখন ব্যথাও নেই। ফোলাও কমেছে। কিন্তু তারিককে খেলানোর ব্যাপারে দলের ডাক্তার ও ফিজিও ঝুঁকি নিচ্ছে না। তারাই ভুটান ম্যাচে তারিককে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে। তারিক বলেছে সে সেমিফাইনাল খেলতে চায়।’

মালদ্বীপ ম্যাচে পাওয়া ইনজুরিতে এখনো অনুশীলনেই ফিরতে পারেননি তারিক। তাই ভুটান ম্যাচে তারিককে না পাওয়ায় রীতিমত হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া,

‘তারিক আমাদের একজন সলিড খেলোয়াড়। তাকে আমরা মিস করব।’

কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা অবশ্য ট্যাকনিক্যালি উত্তর দিয়েছেন,

‘আমাদের ২৩ জনের স্কোয়াড। অতিরিক্ত খেলোয়াড় এজন্যই রয়েছে। যে আসবে সেও যোগ্য এবং সেরাটাই দিবে।’

তারিক কাজীর পরিবর্তে ভুটানের বিপক্ষে সেন্টার ব্যাক পজিশনে দেখা যেতে পারে বিশ্বনাথ ঘোষকে। সেক্ষেত্রে রাইট ব্যাক পজিশনে একাদশে সুযোগ পাবেন রহমত মিয়া।

Previous articleসাফ চ্যাম্পিয়নশীপ সেমিফাইনালের হাতছানি!
Next article১৪ বছরের অপেক্ষা শেষে সাফের সেমিতে বাংলাদেশ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here