লম্বা সময় পর মাঠে ফিরেছে বাংলাদেশের ঘরোয়া ফুটবল। গত শুক্রবার নতুন আঙ্গিকে আয়োজিত হওয়া চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হয়েছে ২০২৪-২৫ মৌসুম। এবার পুরোদমে শুরু হবে ঘরোয়া ফুটবল। ১০ দলের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ শুরু হচ্ছে একসঙ্গে। ইতিমধ্যে লিগ ও ফেডারেশন কাপের ফিকশ্চার ও ভেন্যু চূড়ান্ত করেছে বাফুফে।

লিগে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলবে দলগুলো। ১০ দলের জন্য রয়েছে ৫টি স্টেডিয়াম। অর্থাৎ ১টি স্টেডিয়ামকে ২টি দল হোম ভেন্যু হিসেবে ব্যবহার করবে। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস তাদের নিজস্ব ভেন্যু কিংস অ্যারেনাকে হোম ভেন্যু করেছে। তাদের সঙ্গে ফর্টিস এফসিও এই মাঠকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করবে।

ঘরোয়া ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও ঢাকা আবাহনীর হোম ভেন্যু কুমিল্লার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে হোম ভেন্যু করেছে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামকে হোম ভেন্যু করেছে বাংলাদেশ পুলিশ এফসি ও চট্টগ্রাম আবাহনী। আর নতুন ভেন্যু গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করবে দুই নবাগত দল ফকিরেরপুল ও ঢাকা ওয়ান্ডারার্স।

আগামী ২৯ নভেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এরপর ৩ ডিসেম্বর থেকে শুরু হবে ফেডারেশন কাপ। ফেডারেশন কাপের ম্যাচে থাকবে না হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি। সয়ংক্রিয় ড্রয়ের মাধ্যমে যার খেলা যেখানে পড়েছে সেখানেই অনুষ্ঠিত হবে। ফেডারেশন কাপের ৩ ভেন্যু কুমিল্লা, ময়মনসিংহ ও কিংস অ্যারেনা।

Previous articleবিপিএলের প্রথম দিনে মাঠে নামছে কিংস-মোহামেডান
Next articleফ্লাডলাইট প্রস্তুতি নিয়ে অনিশ্চয়তা, ভেন্যু হারানোর শঙ্কায় বাংলাদেশ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here