আজ দুপুর ২টায় শুরু হয়েছে বাফুফের ২১ পদের জন্য ভোটগ্রহণ। যা চলবে আজ সন্ধা ৬টা পর্যন্ত। এই সময়ের মধ্যে ১৩৯ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। ভোটগ্রহণের আগে সকাল ১১ টায় কাজী মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে শুরু হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা(এজিএম)।

আগামী চার বছরের জন্য কারা দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার নেতৃত্বে আসছেন জানা যাবে আজ। তবে তার আগে এজিএমের মাধ্যমে গত একবছরে যা কার্যক্রম সম্পন্ন করেছে,আয়-ব্যয় করেছে তার হিসাব অনুমোদন এবং ২০২১ সালে কি কি কার্যক্রমের অনুমোদন হয়েছে তা জানানো হয়।

এদিকে ভোটের কারনে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রার্থী,ভোটার,সাবেক খেলোয়াড়,সংগঠকদের পদচারণায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। এজিএম চলাকালে পুরো সময়টা প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়েন ভোটারদের মন জয় করতে। এজিএম শেষে চলছে ভোটগ্রহণ।

Previous articleপরিবর্তন নাকি পুনরাবৃত্তি!
Next articleপ্যান প্যাসেফিকের সামনে সালাউদ্দিন হটাও আন্দোলন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here