বাংলাদেশ ফুটবল আর কাজী সালাউদ্দিন যেন হয়ে উঠেছিলেন একে অপরের পরিপূরক। সেই ২০০৮ সাল থেকে বাফুফে সভাপতির পদ আঁকড়ে ছিলেন তিনি। এসময় নানান আলোচনা-সমালোচনা, পদত্যাগের দাবি উপেক্ষা করেও ফুটবলের শীর্ষ কর্তার চেয়ারটা দখলে রাখেন তিনি। তবে পারিবারিক কারণ দেখিয়ে এবার সে জায়গা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সালাউদ্দিন!
আগামী মাসেই অনুষ্ঠিত হবে বাফুফের নির্বাচন। যেখানে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে বেশ কিছু দিন ধরেই তার বিরুদ্ধে আন্দোলন চলছে। যে আন্দোলনে সাবেক ফুটবলার থেকে শুরু করে সাধারণ ফুটবল প্রেমীরাও যুক্ত হয়। এবার সে আন্দোলনের মুখে অবশেষে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি। বর্তমান মেয়াদ শেষে আর নির্বাচনে অংশ নেবেন না তিনি। পারিবারিক কারণ দেখিয়ে নির্বাচন না করার ঘোষণা দিলেও মূল কারণটা কারোরই অজানা নয়।