অধিনায়ক জাকারিয়া পিন্টুর পর স্বাধীন বাংলা ফুটবল দলের আরেক সদস্য ফজলে সাদাইন খোকনও চিরতরে বিদায় নিয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) ৭০ বছর বয়সে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। সপ্তাহখানেক আগে মৃত্যুবরণ করেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু।
স্বাধীন বাংলা ফুটবল দলের পর ফজলে সাদাইন খোকন আবাহনী ক্রীড়া চক্র, বিআরটিসি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলেছেন। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। রাজশাহীতেই বসবাস ছিলো তার।মৃত্যুকালে সাদাইন স্ত্রী, এক ছেলে ও মেয়ে রেখে যান। তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি সহ অন্যরা শোক প্রকাশ করেছেন।