অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের সময়সূচি। ইতিমধ্যে এএফসিকে বাংলাদেশে এসে খেলার বিষয়ে ‘না’ করে দিয়েছে আফগানিস্তান ফুটবল ফেডারেশন। করোনা পরিস্থিতির বিষয় উল্লেখ করে এএফসিকে চিঠি দিয়েছে আফগানিস্তান যার একটি কপি বাফুফে’কে পাঠিয়েছে এশিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি।

এই বিষয়ে ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান,

‘এএফসিকে যে চিঠি দিয়ে বাংলাদেশে আসবে না বলে জানিয়েছে, ওই চিঠির কপি আমাদেরও দিয়েছে। আমরা এএফসিকে বলেছি, ম্যাচ আয়োজনে বাংলাদেশ প্রস্তুত। নির্ধারিত সময়েই ম্যাচ করা হবে। তবে এএফসি বলেছে- সমস্যা তো আফগানিস্তান। তারা যেতে না চাইলে তো ভাবতে হবে।’

বিষয়টি নিয়ে আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত দিবে এএফসি। যদি কেউই আসতে রাজি নাহয় হবে কেন্দ্রীয় একটি ভেন্যুতে হবে বাকি সবকটি ম্যাচে। এতে ঘরের মাঠে খেলার সুযোগ হারাবে বাংলাদেশ। আবু নাঈম সোহাগ বলেন,

‘পাঁচ দেশের সঙ্গে কথা বলে আগামী সপ্তাহে একটা সিদ্ধান্ত জানিয়ে দেবে এএফসি। মার্চে খেলা আয়োজন করা না গেলে জুনে সেন্ট্রাল ভেন্যুতে বাকি ম্যাচগুলো হবে, সেটাও জানিয়ে দিয়েছে এএফসি।’

এর আগে কাতার ও ওমান বাংলাদেশকে কেন্দ্রীয় ভেন্যুতে ম্যাচ খেলার প্রস্তাব করলেও বাফুফে তা নাকচ করে দেয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এএফসির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। উল্লেখ্য যে, আফগানিস্তানের সাথে আগামী ২৫ মার্চ সন্ধ্যা ৭ টায় সিলেট জেলা স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিলো জামাল ভুঁইয়াদের।

Previous articleমোহামেডানের বহুল প্রতীক্ষিত নির্বাচন এই মাসেই!
Next articleআরামবাগের দায়িত্বে ব্রাজিলিয়ান; বাদ পড়লেন সুব্রত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here