আগামী ১ থেকে ৯ অক্টোবর বাংলাদেশে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বের গ্রুপ ‘ই‘ এর খেলা। যেখানে ‘ই’ ইয়েমেন, সিঙ্গাপুর ও ভুটানের বিপক্ষে লড়বে স্বাগতিক বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই গ্রুপের সবগুলো ম্যাচ। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে মূল পর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। রানার্সআপ হলেও পরের রাউন্ডের সম্ভাবনা থাকবে। সেজন্য ১০ গ্রুপের রানার্সআপ দলের মধ্যে সেরা ৬ দলের একটি হতে হবে।
এই টুর্নামেন্টকে সামনে রেখেই বাফুফে এলিট একাডেমিতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। নিজেদের যাচাইয়ের সুবিধার্থে বাফুফে এলিট একাডেমিকে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগেও খেলার সুযোগ করে দিয়েছে বাফুফে। এখন পর্যন্ত বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগের চলমান আসরে ১৭ ম্যাচ খেলে ৮ জয়ের সাথে ৪ ড্র ও ৫ হার বাফুফে এলিট একাডেমির। এএফসি অনূর্ধ্ব-১৭ আসরে মাঠে নামার আগে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে খেলবে বাংলাদেশ। সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় হওয়ার কথা রয়েছে আসরটি।