আজ শনিবার বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় শেখ রাসেল ক্রীড়া চক্রের সাধারণ নির্বাচন। নির্বাচনে নির্বাচিত ৩০ জন পরিচালক দায়িত্ব পালন করবেন তিন বছর মেয়াদে। ৩০টি পদের বিপরীতে লড়াই হয়েছিলো মোট ৬০ জন প্রার্থীর। ৮৮ জন ভোটার ভোটে অংশ নেন কিন্তু তার মধ্যে থেকে ৪ জনের ভোট বাতিল হওয়াতে ৮৪ জনের ভোটের উপর ভিত্তি করে নির্বাচিত হন ৩০ জন পরিচালক।
গত বারের চেয়ারম্যান সায়েম সোবহান, ইমদাদুল হক মিলন এবং নাইম নিজাম তিনজনই ৮৪ ভোটের সবগুলো পেয়েছেন। এছাড়া বাফুফে সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি শেখ রাসেল ক্রীড়া চক্রের সাধারণ নির্বাচনে অংশ নিয়ে হেরে গেছেন। ২২ ভোট পেয়ে হয়েছেন ৩৬ তম।
নির্বাচিত ৩০ জন পরিচালক হলেন -সায়েম সোবহান আনভীর, নঈম নিজাম, ইমদাদুল হক মিলন, লিয়াকত আলী খান, মাকসুদুর রহমান, শাহীন আহমেদ, মোহাম্মদ ফুল মিয়া, হাবিবুর রহমান খান, জাহিদুল হক মিঠু, আলিমুজ্জামান আলম, আল মারুফ এনায়েত হোসেন, হেদায়েত উল্লাহ, আসাদুর রহমান খান, এসএম জাহাঙ্গীর, মোহাম্মদ গোলাম, ক্যাপ্টেন নাজমুল হক, রফিকুল আলম, শাহাবুদ্দিন টিপু, তারিকুল ইসলাম চৌধুরী, লক্ষণ কুমার দে, ইসমাত জামিল আকন্দ, ফকরুদ্দিন, হাসান জামান, আবু বক্কর, সালেহ জামান সেলিম, হামিদুল হক, আবুল কাশেম, খলিলুর রহমান, বেলায়েত হোসেন বেপারি, আসাদুজ্জামান এসিএস। এই ৩০ জন পরিচালকের ভোটের মাধ্যমে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি , ডিরেক্টর ইনচার্জ এসব পদে প্রার্থী নির্বাচিত হবেন।
এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।