শেষ হওয়ার পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২৩-২৪ মৌসুম। এই মাসেই পর্দা নামবে চলতি লিগের। লিগ শুরুর আগে থেকে টেবিলের তলানিতে থাকা দুটি দল অবনমিত হয়ে বিসিএলে নেমে যাবে – এমনটাই জানতো সবাই। কিন্তু শেষ মুহূর্তে এসে বদলে গেল নিয়ম!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের তলানিতে থাকা দুই দল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে নেমে যাবে আর চ্যাম্পিয়নশিপ লিগের শীর্ষ দুই দল উঠবে প্রিমিয়ার লিগে – এমনটাই হওয়ার কথা ছিল। কিন্তু বাফুফে জানিয়েছে চলতি মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হবে একটি দল। অর্থাৎ লিগের তলানিতে থাকা দলটি নেমে যাবে বিসিএলে। আর বিসিএল থেকে শীর্ষ দুই দল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স বিপিএল খেলার সুযোগ পাবে।

গত মৌসুমেও দুটি দল অবনমিত হয়েছিল। কিন্তু বিসিএল থেকে প্রমোশন পাওয়া গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব বিপিএল খেলেনি। আর নাম প্রত্যাহার করে নেয় সাইফ স্পোর্টিং ক্লাব। ফলে ১২ দলের লিগ নেমে আসে ১০ দলে। শেষ মুহূর্তে অংশ না নেওয়ায় বাফুফেও নতুন কোন দলকে লিগে আনতে পারেনি। তাইতো ক্লাবগুলোর উপর বাফুফের কতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে। এবারও একই পরিস্থিতি। নিজেদের কতৃত্ব প্রতিষ্ঠা করতে শেষ মুহূর্তে নিয়মে পরিবর্তন এনেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

লিগ থেকে একটি দলকে রেলিগেট করার সিদ্ধান্ত গ্রহন করেছে তারা। এবারের লিগে নিজেদের অংশগ্রহন নিশ্চিত করেছিল গত মৌসুমের বিসিএল চ্যাম্পিয়ন গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব। কিন্তু দলবদলের শেষ দিনে নাম প্রত্যাহার করে নেয় তারা। তাই তাদেরও এই মৌসুম থেকে অবনমিত করা হয়েছে। বাফুফের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই আগামী মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নেবে ১১টি দল।

Previous articleভোটাধিকার পেলো নারী লীগের দলগুলো
Next articleদেশের লাইভ ফুটবল (শনিবার,৪ মে ২০২৪)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here