বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৮ম রাউন্ডে এসে প্রথম জয়ের স্বাদ পেল চট্টগ্রাম আবাহনী। পুলিশ এফসিকে ১-০ গোলে হারিয়েছে তারা। একইদিনে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব।
ময়মনসিংহে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামে পুলিশ। তবে মাঠের খেলায় সেভাবে পার্থক্য পরিলক্ষিত হয়নি। দুই দলই খেলেছে সমানে সমান। অবশ্য ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য সমতায়।
দ্বিতীয়ার্ধে ৫৫তম মিনিটে ফাহিম মোর্শেদের গোলে এগিয়ে যায় চট্টলার ক্লাবটি। এরপর ম্যাচে ফিরতে চেষ্টা চালায় পুলিশ, তবে সফল হয়নি তারা। শেষ পর্যন্ত এক গোলের লিড ধরে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী। এই জয়ে ৩ পয়েন্ট পেলেও তলানিতেই থাকলো তারা। অপরদিকে পুলিশ রয়েছে ৭ম স্থানে।
দিনের আরেক ম্যাচে রীতিমত গোল উৎসব করে জয় পেয়েছে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। গাজীপুরে ম্যাচের ১৭তম মিনিটে রাফায়েল টুডুর গোলে এগিয়ে যায় ফকিরেরপুল।
দ্বিতীয়ার্ধে ৪৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কোচনেভ। ৭০তম মিনিটে ৩-০ করে দেন জাখনভ। আর ৮৩তম মিনিটে পেনাল্টি থেকে তুরায়েভের গোলে জয় নিশ্চিত হয়ে যায় তাদের। ইনজুরি সময়ে একটি গোল শোধ দেন সাকিব বেপারী। অবশ্য তাদের অবস্থান পরিবর্তন হয়নি। ফকিরেরপুল ৮ম স্থানে ও ওয়ান্ডারার্স রয়েছে ৯ম স্থানে।