আনুচিং মগিনীর পর এবার অবসরের ডাক দিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ফরোয়ার্ড সাজেদা খাতুন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেজ থেকে এক পোস্টের মাধ্যমে নিজের অবসরের কথা জানান। তবে অবসর কারণ সম্পর্কে কোনো কিছুই বলেন নি সাজেদা খাতুন।
সাজেদা খাতুন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাফজয়ী স্কোয়াডে ছিলেন। তবে বাংলাদেশের জার্সিতে মাঠে নামার তেমন একটা সুযোগ পান নি সাজেদা খাতুন, শুধুমাত্র একটি ম্যাচে লাল-সবুজের জার্সিতে মাঠে নামতে পেরেছিলেন এই ফরোয়ার্ড।
খেলোয়াড়দের অবসরের কারণ হিসেবে জানা যাচ্ছে তাদের বাফুফের আবাসিক ক্যাম্প হতে বিদায় করে দেয়াকে। মূলত পারফর্ম্যান্স বিবেচনায় কিছু খেলোয়াড়কে ফেডারেশন ক্যাম্প থেকে বিদায় দিয়েছে। এছাড়া নতুনতে সুযোগ করে দেয়ার কথাও শোনা যাচ্ছে, কেননা বর্তমানে অনুর্ধ্ব -২০ সাফকে সামনে রেখে নতুন খেলোয়াড়দের ক্যাম্পে ডেকেছে নারী দলের কোচ গোলাম রাব্বানী ছোটন।