আগামী ৩ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত মিয়ানমারে অনুষ্ঠিত হচ্ছে ২০২৪ প্যারিস অলিম্পিকের নারী ফুটবল ইভেন্টের এশিয়ান জোনের বাছাইপর্ব। যেখানে গ্রুপ ‘বি’ তে খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু সাফজয়ী মেয়েদের আন্তর্জাতিক অঙ্গনে আরো একবার প্রমাণের পথে বাধ সেধেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন! আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, মায়ানমারে যাতায়াতের জন্য বিমান ভাড়া, ইন্সুরেন্স ফি, সেখানে থাকা-খাওয়া ও ট্রান্সপোর্টেশনসহ অন্যান্য খরচের জন্য প্রয়োজনীয় অর্থ সংকুলান না হওয়ায় এই বাছাইপর্বে অংশ নিচ্ছে না বাংলাদেশ নারী ফুটবল দল।

বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেন, ‘আগামী ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল মিয়ানমারে অনুষ্ঠিত হবে নারী অলিম্পিকের বাছাইপর্ব। সেখানে বাংলাদেশ নারী ফুটবল দলের অংশগ্রহণ করার কথা ছিল। তবে অর্থিক সংকটের কারণে আমরা সেখানে যতে পারছি না। ’

তিনি আরও বলেন, ‘আসরটি প্রাথমিকভাবে আমরা হোস্ট (আয়োজক) করতে চেয়েছিলাম। এই জন্য আমরা এশিয়ান ফুটবল ফেডারেশনের কাছে হোস্টিংয়ের আবেদন করি। কিন্তু এই আসরটির হোস্টিং মিয়ানমারকে দেয়া হয়। আসরটিতে অংশগ্রহণ করতে হলে প্রত্যেক দলকে নিজ নিজ দায়িত্বে যাতায়াত, থাকা-খাওয়া থেকে শুরু করে অনুশীলন, অভ্যন্তরীণ খরচ বহন করতে হবে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে ওখানে অংশগ্রহণ করতে প্রয়োজনীয় যে অর্থ লাগে সেটি বাফুফের নেই। তাই সেখানে আমরা অংশগ্রহণ করতে পারছি না। ’

প্রয়োজনীয় অর্থের জন্য কয়েক যায়গায় আবেদন করেছিল বাফুফে। সেখান থেকে আশানুরূপ ফলাফল আসেনি বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক। নাঈম বলেন, ‘আমরা গত সপ্তাহে জাতীয় ক্রীড়া পরিষদের নিকটে এ প্রতিযোগিতার জন্য আর্থিক সহযোগিতার বরাদ্দ চাই। কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আলাপ-আলোচনা করে কোনো আশানুরূপ ফলাফল না আসায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা অলিম্পিক বাছাইয়ে অংশগ্রহণ করতে পারছি না।’

Previous articleঅ-১৭ নারী সাফঃ আমন্ত্রণ গ্রহণ করে শিরোপা নিয়ে ঘরে ফিরল রাশিয়া!
Next articleবিসিএলে নিজ নিজ ম্যাচে গোপালগঞ্জ, ফকিরেরপুল ও স্বাধীনতার জয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here