এএফসি কাপ ২০২১ এর নক আউট পর্বে যেতে বাংলাদেশের প্রতিনিধি বসুন্ধরা কিংসের সামনে একটি পথই খোলা রয়েছে৷ ভারতের অন্যতম সেরা দল এটিকে মোহন বাগানকে পরাজিত করতে হবে। তাই তো যখন তাকে প্রশ্ন করা হলো, এই ম্যাচে লক্ষ্য কি? অস্কারের সরাসরি উত্তর, ‘জিতো অথবা মরো’

নিজেদের লক্ষ্য পূরণের জয়ের বিকল্প নেই কিংসের সামনে। তাই অস্কারও চান জয় দিয়েই পরের রাউন্ডে যেতে। অফসাইডকে তিনি বলেন,

‘আমরা ভালো ফলাফল করে পরের রাউন্ডে যাওয়ার মাধ্যমে বাংলাদেশে জয়ের আনন্দ নিয়ে যেতে চাই।’

তবে প্রতিপক্ষ কতটা শক্তিশালী তা নিয়ে অবগত আছেন অস্কার। তিনি বলেন,

‘এটিকে একটি শক্তিশালী দল, যে দলে তাদের কোচের প্রভাব লক্ষণীয়। তিনি দলকে ৩-৫-২ ফর্মেশনে গড়ে তুলেছেন যা খুবই কার্যকর।’

এখন পর্যন্ত দুই ম্যাচে দুই জয় নিয়ে এটিকে গ্রুপের শীর্ষে রয়েছে। আজকে কিংসের সাথে ড্র করলেও পরবর্তী রাউন্ডে পৌঁছে যাবে তারা। তাই ম্যাচের সকল চাপই যেন বসুন্ধরা কিংসের দিকে। প্রতিটি পজিশনে এটিকে’র ভালো খেলোয়াড় রয়েছে যা কিংসকে চ্যালেঞ্জ জানাবে বলে মনে করেন অস্কার,

‘তাদের প্রতিটি লাইন ও পজিশনে ভালো খেলোয়াড় রয়েছে। তাদের বিদেশিদেরও একটি ভালো সেট রয়েছে। এটি এমন একটি দল যা নির্দিষ্ট কোন খেলোয়াড়ের উপর নির্ভরশীল নয়, বরং একটি দল হিসেবেই তারা উজ্জ্বল।’

তবে নিজেদের কোনভাবেই পিছিয়ে রাখতে চান না অস্কার। দারুণ একটি বাংলাদেশ প্রিমিয়ার লিগের মৌসুম শেষ করে বর্তমানে এই বড় সুযোগটি কাজে লাগাতে চান তিনি। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে প্রত্যয়ী বসুন্ধরা কিংস।

Previous articleরাইভাল ওয়াচ : বসুন্ধরা কিংস বনাম এটিকে মোহনবাগান
Next articleজাতীয় দলে নতুন প্রবাসী: পরখ করতেই ডেকেছেন জেমি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here