ফিফা বিশ্বকাপ ২০২৬ এর বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে খেলা সুযোগ পেয়েছে বাংলাদেশ। প্রথম রাউন্ডে মালদ্বীপকে হারিয়ে রাউন্ডে কোয়ালিফাই করে হ্যাভিয়ার ক্যাবররার শিষ্যরা। দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ এশিয়া অঞ্চলের শক্তিশালী দল অস্ট্রেলিয়া। আগামী ১৬ ই নভেম্বর সকারুজদের মুখোমুখি হবে বাংলাদেশ। তাই আসন্ন ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাফুফে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ উপলক্ষ্যে গত ৫ ই নভেম্বর প্রাথমিক দল ঘোষণা করা হয়েছিলো। এর ৫ দিন পর আজ চূড়ান্ত দলও ঘোষণা করেছে বাংলাদেশ।

গত তিনদিন আগে এএফসি কাপে মোহনবাগানকে রুখে দেওয়া কিংসের তরুণ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ মূল দলে জায়গা পেয়েছেন। শ্রাবণ ছাড়া দলে অন্য গোলরক্ষকরা হলেন মিতুল মারমা এবং পাপ্পু হোসেন। ডিফেন্সে আছেন তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, শাকিল হোসেন, রহমত মিয়া, সাদ উদ্দিন, মুরাদ হাসান এবং ঈসা ফয়সাল।

মিডফিল্ডার হিসেবে আছেন অধিনায়ক জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিনের, রবিউল হাসান, মোহাম্মদ সোহেল রানা ও জায়েদ আহমেদ। আক্রমণভাগের খেলোয়াড়দের মধ্যে প্রাথমিক দলে জায়গা পেয়েছিলেন ফর্টিস এফসি দীপক রায়। তবে প্রাথমিক দলে জায়গা পেলেও ক্যাবররার মূল দলে জায়গা করে নিতে পারে নি দীপক। তবে জায়াগা পেয়েছেন সুমন রেজা। মূল দলে জায়গা পাওয়া অন্য ফরোয়ার্ডরা হলেন রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, মুজিবুর রহমান জনি এবং রফিকুল ইসলাম।

Previous articleসকারুদের বিপক্ষে ভালো খেলার প্রত্যয় বাংলাদেশের
Next articleঅস্ট্রেলিয়ার বিপক্ষে আত্মবিশ্বাসী জামাল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here