সিলেটে ঘরের মাঠে অ্যাওয়ে ম্যাচে স্বাগতিক রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ২-১ গোলে হারালো ঢাকা আবাহনী লিমিটেড! শুনতে একটু বিস্ময়কর হলেও, আবাহনী ও রহমতগঞ্জের হোম ভেন্যু সিলেট জেলা স্টেডিয়াম হওয়ায় এই ম্যাচে স্বাগতিক দল ছিল পুরান ঢাকার জায়ান্ট রহমতগঞ্জ। আর তাদের ঘরের মাঠে তাদেরকেই হার উপহার দিল আকাশী-নীল জার্সিধারিরা। আর বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাগতিক শেখ রাসেল ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব।
সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মারিও লেমোসের ঢাকা আবাহনী লিমিটেড। ফলে শুরু থেকেই ঘরের মাঠে কোণঠাসা হয়ে পরে রহমতগঞ্জ। খুব দ্রুতই আক্রমণাত্মক মনোভাবের ফলাফল পায় আবাহনী। প্রথমার্ধের ১৭তম মিনিটে ফরোয়ার্ড মেহেদি হাসান রয়েলের গোলে লিড নেয় আবাহনী। এর মিনিট পাঁচেক পর আবারও রহমতগঞ্জের জালে বল পাঠায় আবাহনী। এবারের স্কোরার জুয়েল রানা। তবে দুই গোলে লিড নেওয়ার পর আবাহনীর আক্রমনে কিছুটা ভাটা পড়ে। সেইসঙ্গে কিছু সুযোগ নষ্ঠও করেন আবাহনীর ফুটবলাররা। শুধু আবাহনী নয়, গোলের সুযোগ মিস করে সৈয়দ গোলাম জিলানীর রহমতগঞ্জও। তবে ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে এক গোল শোধ দেন বদলি হিসেবে নামা মেজবাহ উদ্দিন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তার গোলে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি রহমতগঞ্জ। ফলে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ঢাকা আবাহনী লিমিটেড।
এদিকে দিনের আরেক ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেল ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। তবে ম্যাচে দুইদলই নষ্ট করেছে গোল করার বেশ কিছু সুযোগ। শেষ পর্যন্ত ম্যাচের দ্বিতীয়ার্ধে সাইফের হয়ে জয়সূচক গোলটি করেন অধিনায়ক রিয়াদুল হাসান রাফি।