বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম-২ কক্সবাজার ভেন্যুর ফাইনাল ম্যাচ আজ অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার জেলা স্টেডিয়ামে। জমজমাট ফাইনালে চট্টগ্রাম জেলা দলকে ০-২ গোলে হারিয়ে কক্সবাজার জেলা দল চ্যাম্পিয়ন হয়।
প্রথমার্ধে ১২ মিনিটে কক্সবাজার দলের ফরোয়ার্ড মারুফুল ইসলাম একটি চমৎকার গোল করে দলকে এগিয়ে নেন। ৩২ মিনেটের সময় সাকিবুলের গোলে ২-০ গোলে এগিয়ে যায় কক্সবাজার। দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হওয়ায় ০-২ গোলের ব্যাবধানে জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় কক্সবাজার।
খেলার সেরা খেলোয়াড় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কক্সবাজার দলের মারুফুল ইসলাম।ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন কক্সবাজার দলের শহিদুল ইসলাম।
ম্যাচ শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন মেহেদী হাসান চৌধুরী, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এবং আঞ্চলিক প্রধান, চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।
টুর্নামেন্টের চট্টগ্রাম-২ এর বিজয়ী কক্সবাজার দল এখন জাতীয় চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে নোয়াখালীতে।