ঘরের মাঠে ‘সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৩’ এ ভুটানের বিপক্ষে বিশাল জয় দিয়ে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভুটানকে ৮-১ গোলে বিধ্বস্ত করেছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। ম্যাচের দুই অর্ধে সমান চারটি করে গোল করে জুনিয়র বাঘিনীরা। আর এতেই ভুটানকে দুই হালি গোলের বড় হার উপহার দেয় লাল সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের ১৫তম মিনিটে গোল উৎসবের শুরুটা করেন তৃষ্ণা রানী। এরপর ২৮তম মিনিটে তারই দ্বিতীয় গোলে ব্যবধান হয় দ্বিগুণ। ৩৫তম মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন সুলতানা আক্তার। আর বিরতির আগে ৪২তম মিনিটে গোল করে দলকে ৪-০ গোলের লিডে রেখে বিরতিতে নিয়ে যান সুরভী আকন্দ প্রীতি।
বিরতির পরও থামেনি বাংলাদেশের গোল উৎসব। ৫৯তম মিনিটে থুইনুয়ে চাকমার গোলে ব্যবধান ৫-০ করে বাংলাদেশ। এর মিনিট দুয়েক পর গোলের হাফ ডজন পূর্ন করেন মুন্নী আক্তার। ৭৫তম মিনিটে থুইনুয়ে চাকমার গোলে ব্যবধান হয় ৭-০। আর ম্যাচের ৮৪তম মিনিটে ভুটানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মোসাম্মত সাগরিকা। এর মাঝে ৭২তম মিনিটে বাংলাদেশের রক্ষণের ভুলে এক গোল শোধ দিয়েছিল ভুটান।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নেপালকে ৪-১ গোলে হারিয়েছে ভারত।