বাফুফে অ-১৮ ফুটবল লিগের শিরোপা জয় করে নিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। প্রথম ম্যাচ থেকে ৭ম ম্যাচ – টানা ৭ জয় তুলে নিয়ে ১ ম্যাচ হাতে রেখে অপরাজিত শিরোপার স্বাদ পেল তারা।

বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে ‘জিতলেই চ্যাম্পিয়ন’ – এমন সমীকরণ নিয়ে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে মাঠে নামে ঢাকা আবাহনী। ম্যাচের শুরু থেকেই গোলের জন্য লড়তে থাকে আবাহনী। ম্যাচের ১৭তম মিনিটে  সিফাতের গোলে এগিয়ে যায় আবাহনী। এরপর ম্যাচে ফিরতে চেষ্টা করেও সফল হয়নি পুলিশ। বিপরীতে আবাহনীও ব্যবধান বাড়াতে পারেনি। ফলে ১-০ গোলের জয় নিয়ে শিরোপা উল্লাসে মাতে আবাহনীর যুবারা।

আবাহনী ৭ ম্যাচের সবগুলো জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফর্টিস এফসি ১৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। শেষ ম্যাচে আবাহনী পয়েন্ট হারালেও শিরোপায় কেউ ভাগ বসাতে পারবে না।

 

Previous article‘ফুটবল ফর হেলথ’ নামে বাফুফের ফুটবল উন্নয়ন উদ্যোগ!
Next articleঅক্টোবরে বাফুফে নির্বাচন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here