সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯ থেকে ১৮ মে ভারতের অরুণাচল প্রদেশে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে পাকিস্তান অংশ নিচ্ছে না। তারা ছাড়া সাফের বাকি ছয় দল প্রতিযোগিতায় থাকছে।

সর্বশেষ ফিফা র্যাঙ্কিং অনুযায়ী ছয় দলকে তিনটি পটে ভাগ করা হয়েছিল। বাংলাদেশ ছিল তৃতীয় পটে, যেখানে শ্রীলঙ্কার নাম আগে ওঠায় তারা ‘বি’ গ্রুপে যায় এবং বাংলাদেশ স্বাভাবিকভাবেই ‘এ’ গ্রুপে অন্তর্ভুক্ত হয়। বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান।

যুবাদের এই আসরে ১ জানুয়ারি ২০০৭ সালের পর জন্ম নেওয়া খেলোয়াড়রা খেলতে পারবেন। প্রতি দল কমপক্ষে ১৬ জন এবং সর্বোচ্চ ২৩ জনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারবে। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমি ফাইনালে। এক গ্রুপের চ্যাম্পিয়ন অপর গ্রুপের রানার্স আপ হওয়া দলের বিপক্ষে খেলবে।

  • গ্রুপ এ: মালদ্বীপ, ভুটান, বাংলাদেশ গ্রুপ
  • বি: ভারত, নেপাল, শ্রীলঙ্কা
Previous articleআবারো সাফের সিদ্ধান্ত বদল; এক ভেন্যুতেই সাফ
Next articleসুদানের সাথে প্রস্তুতি ম্যাচ হলো না বাংলাদেশের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here