দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে রীতিমতো রাজ করে বেড়াচ্ছে বাংলাদেশের নারী ফুটবলাররা। বড়রা যেমন তালে নিজেদের সেরা প্রমাণ করতে ব্যস্ত, ঠিক তেমনি করে ছোটরাও দিচ্ছে নিজেদের অস্তিত্বের জানান। এবার সাফের বয়সভিত্তিক পর্যায়ে আগামী মার্চে আয়োজিত অ-১৭ ফুটবল টুর্ণামেন্টে অংশ নিবে কিশোরীরা।
টুর্ণামেন্ট দক্ষিণ এশিয়ার হলে অর্থায়নের দায়িত্বে থাকছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। উয়েফার অনুরোধেই অতিথি দেশ হিসেবে টুর্ণামেন্টে অংশ রাশিয়ান নারী ফুটবল দল। বাংলাদেশ ও রাশিয়াসহ সর্বমোট ৫ টি দল অংশ নিচ্ছে। এছাড়া টুর্ণামেন্টের অন্য তিনটি দল হলো ভারত,নেপাল ও ভুটান। ভেন্যু হিসেবে থাকছে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম।
আগামী ২০ শে মার্চ ভারত-নেপালের ম্যাচ দিয়ে টুর্ণামেন্টের উদ্ধোধন হবে। একই দিনে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের সাফ মিশন শুরু করবে বাঘিনীরা।