সাফ অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩‘ এ নিজেদের প্রথম ম্যাচেনেপালকে ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। আক্রমণাত্মক ফুটবলের ফলাফল পেতে বেশি সময় লাগে নি। ম্যাচের ৩য় মিনিটেই মাঝমাঠ থেকে শাহেদা আক্তার রিপার বাড়ানো বলে নিয়ন্ত্রণ নিয়ে দারুন ফিনিশিংয়ে বাংলাদেশকে এগিয়ে দেন আকলিমা খাতুন। এরপর ১৩তম মিনিটে রক্ষণ থেকে বাড়ানো লং বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র। এরপর ২৪তম মিনিটে বক্সের সামান্য ভেতর থেকে কোনাকুনি শটে ব্যবধান ২-১ করেন নেপালি ফরোয়ার্ড মান্মায়া দামাই। বিরতির আগে পরিবর্তন আসেনি স্কোরলাইনে।

বিরতির পর দুদলই বেশ অগোছালো ফুটবল খেলতে থাকে। সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারছিল না কেউ। ম্যাচের অন্তিম মুহূর্তে ইনজুরি সময়ের ১ম মিনিটে বক্সের বাইরে থেকে শাহেদা আক্তার রিপার দূরপাল্লার চিপ ফ্লাইট মিস করেন নেপালি গোলকিপার, বল জড়ায় জালে। ফলে ৩-১ গোলের জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই আসর শুরু করলো বাংলাদেশ। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলে বিধ্বস্ত করেছে ভারত।

Previous articleবসুন্ধরার ত্রাণকর্তা ডরিয়েলটন; চ. আবাহনী-ফর্টিস ম্যাচে সমতা
Next articleমাঠের অনুশীলনে বাংলাদেশ দল; শঙ্কা কাটিয়ে ফিরেছেন অধিনায়ক শামসুন্নাহার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here