ঢাকা নয়, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার ফেডারেশনের কম্পিটিশনস কমিটির সভায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের এই প্রতিযোগিতা আয়োজনের জন্য বাফুফে প্রয়োজনীয় উদ্যোগ নিতে চায়। চট্টগ্রামে টুর্নামেন্ট আয়োজনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়েছে এবং এটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও ব্যবস্থাপনার দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে।
এমএ আজিজ স্টেডিয়াম এর আগে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে। বাফুফের এই সিদ্ধান্ত চট্টগ্রামের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর হিসেবে ধরা দেবে। নারী ফুটবলের উন্নয়নে এবং সারা দেশে ফুটবল জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে এই আয়োজনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখনো কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করতে কাজ করছে।