বাংলাদেশ অ-২০ ফুটবল দলের ম্যানেজারের দায়িত্ব পেলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য বিজন বড়ুয়া। আগামী ২৫ জুলাই থেকে ৫ ই আগষ্ট পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ অ-২০ চ্যাম্পিয়নশীপের জন্যে বিজন বড়ুয়াকে দলের ম্যানেজার হিসেবে নির্বাচিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বিজন বড়ুয়া এরআগে অ-২৩ ও অ-১৬ বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করলেও ম্যানেজার হিসেবে কোনো দলের দায়িত্ব পালন করেন নি তিনি। এই প্রথম তাকে বাফুফে ম্যানেজার হিসেবে মনোনীত করেছে। এবারের সাফ অ-২০ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশসহ অংশ নিবে দক্ষিণ এশিয়ার সর্বমোট ৫ টি দল। বাংলাদেশ ছাড়া অন্য দলগুলো হলো স্বাগতিক ভারত, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। আগামী ২৫ শে জুলাই ভারতের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে শ্রীলঙ্কা অ-২০ ফুটবল দলের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসরের মিশন শুরু করবে বাংলাদেশ অ-২০ ফুটবল দল।

Previous articleজাতীয় দলে খেলার স্বপ্ন পাইওনিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা মিনারের!
Next articleস্বাধীনতাকে উড়িয়ে দিয়ে শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখলো আবাহনী!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here