অবশেষে শংঙ্কা কাটিয়ে আগামীকাল থেকেই মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) খেলা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ঈদের পর গত ২৩ বা ২৪ জুলাই মাঠে ফেরার কথা ছিলো বিপিএল এর, কিন্তু শেষ মুহূর্তে তা আবারো স্থগিত করে বাফুফে। সাময়িক স্থগিত করার সেই ঘোষণা ৩০ জুলাই আবারো খেলা শুরুর কথা জানিয়েছিলো বাফুফে’র পেশাদার লিগ কমিটি। অবশেষে সেই কথা রেখে আগামীকাল থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের খেলাগুলো।

আগামীকালের দুটো খেলাই শুরু হবে বিকেল ৪ টায়। ২০ তম রাউন্ডে উত্তর বারিধারা ক্লাব মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনীর। ম্যাচটি অনুষ্ঠিত হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে। অন্যদিকে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লড়বে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

এদিকে মোহামেডানের দাবি মেনেছে বাফুফে।পূর্বের বাতিল হওয়া সূচিতে মোহামেডানের ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিলো কমলাপুর স্টেডিয়ামে। মোহামেডান সেখানে খেলবে না মর্মে বাফুফেকে চিঠি দিয়েছিলো। বাফুফে তাদের অনুরোধ রেখেছে। পুলিশ এফসির বিপক্ষে তাদের ম্যাচটি ১ আগস্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে  অনুষ্ঠিত হবে।

Previous articleফিফার কোভিড-১৯ সহায়তা বন্টনের রুপরেখা চুড়ান্ত
Next articleপ্রিমিয়ার লীগের খেলাসমূহ সাময়িকভাবে স্থগিত!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here