গতকাল পুনরায় নেপাল অ-১৮ নারী ফুটবল দলের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ অ-১৮ নারী ফুটবল দল। ম্যাচে ২-১ গোলে নেপাল ফুটবল দলকে হারায় বাংলাদেশ অ-১৮ নারী ফুটবল দল।
নেপালের বিপক্ষে ম্যাচ শেষে পরবর্তী ম্যাচের জন্যে প্রস্তুতি নিতে শুরু করেছে অ-১৮ নারী ফুটবল দল। তারই পরিপ্রেক্ষিতে আজ সকালে হোটেল রুমে টিম মিটিংয়ের পর বিকাল ৪:৩০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত টাটা ফুটবল একাডেমী ট্রেনিং গ্রাউন্ডে রিকোভারি সেশন ও মডরেট ট্রেনিং সম্পন্ন করেছে।
আগামীকাল ভারতে বিপক্ষে ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দিতে পারবে বলেব মনে করে বাংলাদেশ দলের প্রধান প্রশিক্ষক জনাব গোলাম ছোটন। তিনি বলেন, ‘আগামীকাল মেয়েরা টুর্নামেন্টের সর্বশেষ ম্যাচটি স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে। আমি মনে করি বরাবরের মত মেয়েরা যদি ওদের সর্বোচ্চটা আগামীকাল মাঠে দিতে পারে তাহলে ভারতের বিপক্ষে আমরা একটি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ সবাইকে উপহার দিতে পারব এবং ভালো ব্যবধানে জয় নিয়ে নিয়ে দেশে ফিরতে পারব।যেহেতু তারা গত তিন মাস ধরে কঠোর পরিশ্রম করে আসছে তাই আমি জানি সেই সক্ষমতা তাদের মধ্যে রয়েছে এবং তাদের প্রতি আমার সেই আত্মবিশ্বাস আছে যে তারা তাদের সেরাটা দিবে ও ইনশাআল্লাহ জয় নিয়েই দেশে ফিরব।’
তিনি আরো জানান, ‘আমি এবং আমার দলের সবার দেশবাসীর কাছে চাওয়া থাকবে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের প্রত্যাশা পূরণ করে সুস্থভাবে দেশে ফিরতে পারি।’
দলের অধিনায়ক শামসুন্নাহার বলেন, ‘আমরা আগামীকাল সর্বশেষ ম্যাচটি খেলার জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত।কোচ আমাদের গত ম্যাচগুলোর ভুলভ্রান্তি নিয়ে কাজ করেছেন,এখন আমাদের কাজ হবে সেই ভুলগুলোর পুনরাবৃত্তি না করে একটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা এবং জয় নিয়ে দেশে ফেরা।দেশবাসী সর্বদাই আমাদের সাথে আছেন এবং এভাবেই আমাদের সাহস ও অনুপ্রেরণা দিয়ে যাবেন যাতে করে আমরা ম্যাচটি বড় ব্যবধানে জিতে দেশে ফিরতে পারি।আমরা সবাই দোয়াপ্রার্থী।’
আগামীকাল ২৫ শে মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় বাংলাদেশ বনাম ভারত অনূর্ধ্ব-১৮ মহিলা জাতীয় ফুটবল দলের মধ্যে টুর্নামেন্টের সর্বশেষ ম্যাচটি জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে আগামী ২৬ শে মার্চ বাংলাদেশ বিমানের সকাল ০৯:২০ টার ফ্লাইটে কলকাতা এয়ারপোর্ট থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ মহিলা জাতীয় ফুটবল দল ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবে।