ভারতের নারী ফুটবল লিগে ইস্ট বেঙ্গলের হয়ে অংশ নিতে আগামীকাল ভারত যাচ্ছেন বাংলাদেশ নারী দলের উইঙ্গার সানজিদা আক্তার। আজ ভিসা পেয়েছেন তিনি। কাল ইউএস বাংলার ফ্লাইটে বিকাল ৫.৩০ মিনিটে দেশ ছাড়বেন সানজিদা।

পুরুষ দলের মোনেম মুন্না, শেখ মো. আসলাম ও রিজভী করিম রুমি ও গোলাম গাউসরা অনেক আগেই গায়ে জড়িয়েছিলেন লাল-হলুদ ইস্টবেঙ্গলের জার্সি। তাদেরই পথ অনুসরণ করে ঐতিহ্যবাহী দলটির হয়ে খেলতে যাচ্ছেন সানজিদা। তিনি শুধু প্রথম বাংলাদেশীই নন, বরং ইস্ট বেঙ্গলে সর্বপ্রথম বিদেশী নারী ফুটবলার। এমন তথ্যই দিচ্ছে উইকিপিডিয়া।  ফলে একটি ইতিহাসই সৃষ্টি করতে যাচ্ছেন সানজিদা।

আগামী ২৯ তারিখ প্রথম মাঠে নামবেন সানজিদা। কাল কলকাতা হয়ে গোয়ার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। দলের সাথে কিছুদিন অনুশীলন করার সুযোগ পাওয়ায় ঐদিনই মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার। একই লিগে কিকস্টার্ট ক্লাবের হয়ে অংশ নিতে ইতিমধ্যে ভারতে আছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন।

Previous articleফেড কাপে জামাল-ফর্টিসের সহজ জয়
Next articleফুটবল উন্নয়নে ক্রীড়ামন্ত্রীর কাছ থেকে মিলেছে আশ্বাসের বাণী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here