আগামীকাল ৬ ই জুন পল্টনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২১-২২’। ফাইনালে মুখোমুখি হবে নীলফামারীর ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ এবং যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়। ম্যাচ শুরু হবে বিকাল ৩ঃ৩০ মিনিটে।

উক্ত ফাইনাল উপলক্ষে আজ দুপুর ২:০০ টায় মতিঝিলস্থ বাফুফে ভবনের কনফারেন্স রুমে প্রি ফাইনাল প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রি ফাইনাল কনফারেন্সে উপস্থিত ছিলেন বাফুফে সদস্য ও বাফুফে স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান জনাব বিজন বড়ুয়া, বাফুফে সদস্য জনাব মোঃ ইলিয়াস হোসেন, বাফুফে সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগ ও বাফুফে স্কুল ফুটবল কমিটির ডেপুটি চেয়ারম্যান জনাব এজাজ মোঃ জাহাঙ্গীরসহ কমিটির অন্যান্য সদসবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের প্রধান প্রশিক্ষক জনাব আব্দুল ওহাব ও দলের অধিনায়ক নাইম ইসলাম এবং যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান প্রশিক্ষক জনাব সাব্বির আহমেদ পলাশ ও দলের অধিনায়ক সাইদুর রহমান রাহুল।

‘বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২১-২২’ এর ফাইনাল শেষে প্রধান অতিথি ক্রেস্ট, বিশেষ অতিথি ক্রেস্ট, রেফারি ক্রেস্ট, চূড়ান্ত পর্বে সেরা গোলকিপার ক্রেস্ট, প্রতিযোগিতার সেরা খেলোয়াড় ক্রেস্ট, চূড়ান্ত পর্বে সর্বোচ্চ গোলদাতা ক্রেস্ট, ফাইনালে সেরা খেলোয়াড় ক্রেস্ট এবং সুশৃঙ্খল দল হিসেবে হবিগঞ্জের আলী ইন্দ্রিস উচ্চ বিদ্যালয়কে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হবে।

গত ১২ ই মে ৮ টি ভেন্যু ৫১ টি জেলার ৫১ টি স্কুল ফুটবল দলের অংশগ্রহণে শুরু হয়েছিলো টুর্ণামেন্টের প্রাথমিক পর্যায়। প্রাথমিক পর্যায় শেষ হয়েছিলো গত ২৬ শে মে। এরপর গত ২৮ শে জুন থেকে ৮ ভেন্যুর চ্যাম্পিয়ন ৮ টি দলকে নিয়ে পল্টনের আউটার স্টেডিয়ামে শুরু হয়েছিলো টুর্ণামেন্টের চূড়ান্ত পর্ব।

Previous articleবঙ্গবন্ধু চ্যাম্পিয়নশীপের শিরোপা সেনাবহিনীর!
Next articleজাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিন স্কুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here