এএফসির পরিবর্তিত ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রাখতে পূর্ব নির্ধারিত ক্যালেন্ডার বাতিল করে সাফ। যার কারণে আসছে ফেব্রুয়ারিতে বাংলাদেশে আয়োজিত হতে যাওয়া অ-২০ নারী সাফ স্থগিত করা হয়। এবার নতুন বছরের জন্য নতুন ক্যালেন্ডার প্রণয়ন করেছে সাফ।

২০২৫ সালে মোট ৪টি বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করবে সাফ। ৮-১৮ মে ভারতে আয়োজিত হবে ছেলেদের অ-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ। এরপর ১-১১ জুলাই বাংলাদেশে আয়োজিত হবে নারীদের অ-২০ সাফ চ্যাম্পিয়নশিপ। এরপর ১৪-২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নারীদের অ-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ। এই আসরের স্বাগতিক এখনো চূড়ান্ত হয়নি। আর ১৭-২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে অ-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ। এই আসরের স্বাগতিকও চূড়ান্ত হয়নি।

ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইটের কাজ সম্পন্ন হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই তখন অ-২০ নারী সাফ আয়োজন নিয়ে দুশ্চিন্তায় ছিল বাফুফে। তবে সেটা পিছিয়ে জুলাইয়ে চলে যাওয়ায় এর মধ্যে বঙ্গবন্ধু স্টেডিয়াম সম্পূর্ণ প্রস্তুত হিসেবে পাওয়ার সম্ভাবনা প্রবল। তাই এ নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমেছে বাফুফের।

Previous articleস্বাধীনতা পদকের আবেদন স্বাধীন বাংলা ফুটবল দলের
Next articleওয়ান্ডারার্সের জালে ব্রাদার্সের গোল উৎসব;ফর্টিসে রুদ্ধ কিংস!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here