আজ আবারও শুরু হচ্ছে মেয়েদের আবাসিক ক্যাম্প। গত মার্চে মহিলা লিগের পাশাপাশি বন্ধ হয়ে ক্যাম্পও। করোনা মহামারী কিছুটা স্বাভাবিক হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে ৩৩ জন খেলোয়াড় নিয়ে আজ থেকে বাফুফে ভবনে আবার শুরু হচ্ছে ক্যাম্প।
আগামী বছরের ১৩ মার্চ হতে ২১ মার্চ মেয়েদের এএফসি অনূর্ধ্ব-২০ এবং ৩ এপ্রিল হতে ১১ এপ্রিল এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলের বাছাই পর্বের খেলা রয়েছে। তাই এই দুই বয়সের খেলোয়াড়দের ক্যাম্পে ডেকেছে ফেডারেশন। বর্তমানে খেলোয়াড় সংখ্যা ৩৩ জন হলেও সামনে তা আরো বাড়তে পারে।
ক্যাম্পের বিষয়ে এক সংবাদ মাধ্যমকে কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘করোনা পরিস্থিতিতে সবকিছু চিন্তা করেই আমরা ক্যাম্প শুরু করতে যাচ্ছি। সবাই এরই মধ্যে করোনা পরীক্ষা করিয়েছে। কারও এখন পর্যন্ত পজিটিভ হওয়ার খবর মেলেনি। আশা করছি, সবাইকে সুস্থ অবস্থায় ক্যাম্পে পাবো।’
আজ ক্যাম্পে উঠার পর করোনা পরীক্ষার মুখোমুখি হতে হবে মারিয়া-মনিকাদের। সব ঠিক থাকলে শনিবার থেকে অনুশীলন শুরু করবে মেয়েরা।