জমে উঠেছে এএফসি কাপের সাউথ জোনের লড়াই। গ্রুপের শীর্ষস্থানে থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার লড়াইয়ে এখনো চার দলেরই সমান সম্ভাবনা রয়েছে। তাই বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সামনে বাকি ৩ ম্যাচই বেশ গুরুত্বপূর্ণ। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা কিংসের সামনে এবার সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ভারতের মোহনবাগান সুপার জায়ান্ট।

গত ২৪ অক্টোবর ওড়িশায় মোহনবাগানের বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে ফেরা অস্কার ব্রুজন শিষ্যরা এবার ঘরের মাঠে ভারতীয় জায়ান্টদের আতিথ্য দেবে। তবে বসুন্ধরা কিংস আতিথ্য গ্রহণ করতে গিয়ে ভোগান্তির শিকার হলেও মোহনবাগানের সঙ্গে সেরকম কিছুই হচ্ছে না। অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যেই ঢাকায় আসছে সবুজ-মেরুন শিবির।

এএফসির নিয়মানুযায়ী, ম্যাচের কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে অ্যাওয়ে দলকে ম্যাচ ভেন্যুর শহরে উপস্থিত থাকতে হয়। অথচ বসুন্ধরা কিংস ৪৮ ঘণ্টারও কম সময়ের আগে ভিসা পাওয়ায় খেলা নিয়েই অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত ভারতে গিয়ে পূর্ণাঙ্গ অনুশীলন না করেই মাঠে নেমেছিল বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংস নানা প্রতিবন্ধকতায় অ্যাওয়ে ম্যাচ খেললেও মোহনবাগানকে তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। আজ (৫ নভেম্বর) বিকেলে ঢাকায় পৌঁছাবে মোহনবাগান। আগামীকাল (৬ নভেম্বর) ম্যাচ ভেন্যুতে অনুশীলন করবে তারা। আর আগামী ৭ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাগতিকদের আতিথ্য নেবে ভারতীয় জায়ান্টরা।

Previous articleকোয়ার্টারে আবাহনীর সঙ্গি রহমতগঞ্জ ; রাসেল ও ফর্টিসের বিদায়!
Next articleযেভাবে পাওয়া যাবে কিংস-মোহনবাগান ম্যাচের টিকেট!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here