বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনের আগে আজ দুপুর ১২ টার সময়  প্যানপ্যাসেফিক সোনার গাঁয়ে ইশতেহার  ঘোষণা করবে সালাউদ্দিন-সালাম সম্মেলিত পরিষদ। গতবারের চেয়ে এবারের ইশতেহারে পরিকল্পনা আরো বেশি।

এক সংবাদমাধ্যম সূত্রে জানা যায় জাতীয় দল নিয়ে আলাদা করে ছয় দফা পরিকল্পনা চুড়ান্ত করেছে এই পরিষদ। যেখানে ২০২৪ সালের মধ্যে র‍্যাংকিং ১৫০ এ আনার প্রতিস্রুতি দিচ্ছে সালাউদ্দিন-সালাম’রা। প্রথমবারের মতো অনূর্ধ্ব-১০ শেখ রাসেল টুর্নামেন্টের কথা থাকতে পারে সেখানে।

নির্বাচন আসলেই আসে প্রতিস্রুতি ,ইশতেহারে প্রতিফলিত হয় প্রার্থীদের বক্তব্য। ফুটবল নির্বাচনে আরো এক দফা প্রতিদ্বন্দ্বীতা করতে নেমে আজ রোববার ইশতেহার ঘোষণা করবেন টানা তিনবারের সভাপতি কাজী সালাউদ্দিন। চতুর্থ মেয়াদের ইশতেহারে জাতীয় দল নিয়ে পরিকল্পনা ছয় দফা। দীর্ঘ মেয়াদি উন্নত প্রশিক্ষণের সাথে নিশ্চিত করা হবে প্লেয়ার মনিটরিং ম্যাচ এনালাইসিসসহ আধুনিক প্রযুক্তি।

বাফুফে ভবনে জিম তৈরীর জন্য ২০২১ সাল পর্যন্ত সময় চাইবে সালাউদ্দিন-সালাম পরিষদ। চার বছরের মধ্যে র‍্যাংকিং দেড়শোর মধ্যে নিয়ে আসার কথাও থাকবে সেখানে। বাংলাদেশের বর্তমান র‍্যাংকিং ১৮৭। ঘরোয়া ফুটবল কখনো নির্দিষ্ট ক্যালেন্ডার মেনে হয় নি, পেশাদার লিগের আগের বারের আসরেও দলবদল,লিগ শুরু বা মাঝে ছন্দপতন ছিলো নিয়মিত। নির্দিষ্ট ফুটবলের ক্যালেন্ডারের প্রতিস্রুতি আবারও আসতে চলছে। শেখ রাসেল অনূর্ধ্ব-১০ টুর্নামেন্ট চালুসহ বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ নিয়মিত করার সাথে প্রতিমাসে একটি জেলায় ফুটবল ফেস্টিভ্যাল আয়োজনের ইচ্ছা সম্মিলিত পরিষদের।

চার বছর আগে ২৫ দফা ইশতেহার দিয়েছিলো সালাউদ্দিন-সালাম পরিষদ।তবে নির্বাচিত হওয়ার পর অনেকগুলোই বাস্তবায়িত হয় নি।

Previous articleবাতিল করা হলো সাফের সকল টুর্নামেন্ট
Next articleপ্রতিশ্রুতিতে পরিপূর্ণ সম্মিলিত পরিষদের ইশতেহার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here