বর্তমানে পুরো বিশ্ব কাপছে “গ্রেটেস্ট শো অন আর্থ” কাতার বিশ্বকাপের জ্বরে। যা থেকে ব্যতিক্রম নয় বাংলাদেশও। বরং বাংলাদেশী দর্শকদের বিশ্বকাপ উন্মাদনা দেশ ছাড়িয়ে পৌঁছে গেছে বিশ্ব দরবারে। তবে এতকিছুর ভিড়েও নিরবে নিভৃতে এগিয়ে চলছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ২০২২-২৩ মৌসুম। এরইমধ্যে বসুন্ধরা কিংসের শিরোপা জয়ের মাধ্যমে শেষ হয়েছে মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপ। আজ (৯ ডিসেম্বর) মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২২-২৩ মৌসুম। ১১ দল নিয়ে ৬ ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ। নবাগত দুই দল ফর্টিস এফসি এবং আজমপুর ফুটবল ক্লাব উত্তরার সঙ্গে বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী লিমিটেড, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনী লিমিটেড, বাংলাদেশ পুলিশ এফসি, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র অংশ নেবে এবারের লিগে। উদ্বোধনী দিনে বসুন্ধরা কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে নবাগত আজমপুর ফুটবল ক্লাব উত্তরা। একইদিনে কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা আবাহনী লিমিটেডের বিপক্ষে ফর্টিস এফসি এবং গোপালগঞ্জের ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাঠে নামবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবারও শিরোপা জয়ে ফেভারিট হিসেবেই মাঠে নামবে। দেশের ফুটবলে আগমনের পর টানা ৩ লিগ শিরোপা জেতার পাশাপাশি এবারের মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপের শিরোপা জয় করে লিগে নিজেদের আগমনী বার্তা দিয়ে রেখেছে কিংস। তবে পেশাদার লিগের সফলতম ক্লাব ঢাকা আবাহনীও নিশ্চিতভাবে ছেড়ে কথা বলবে না। কিন্তু স্বাধীনতা কাপে আবাহনীর পারফরম্যান্স ততোটা আশাবাদী করতে পারেনি সমর্থকদের। তবে পেশাদার লিগের সর্বোচ্চ ৬টি শিরোপা জেতা আবাহনীর যেকোনো সময় ঘুরে দাড়ানোর সক্ষমতা রয়েছে। তাছাড়া ৩ বারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ১ বারের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র, ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের মত দলগুলোও হতে পারে শিরোপার দাবিদার। তাইতো রোমাঞ্চকর একটা মৌসুম যে দেশীয় ফুটবল প্রেমীদের জন্য অপেক্ষা করছে সেটা নিঃসন্দেহে বলাই যায়।

Previous articleমহিলা লিগে জামালপুরের জয়ের দিনে ড্র উত্তরা-কুমিল্লা ম্যাচ
Next articleব্রাজিলিয়ান ম্যাজিকে লিগ সূচনা কিংসের!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here