২০২৪-২৫ ফুটবল মৌসুমের অর্ধেকের বেশি পার হলেও এখনো রেফারিজ কমিটি গঠন করতে পারেনি বাংলাদেশে ফুটবল ফেডারেশন। আজ (২০ মার্চ) নির্বাহী কমিটির তৃতীয় সভার আলোচ্যসূচির অন্যতম বিষয় এই কমিটি গঠন। প্রায় ৩ মাস পর অনুষ্ঠিতব্য বাফুফের সভায় অবশ্য আলোচনার তালিকায় নেই নারী দল ও পিটার বাটলার ইস্যু। আলোচনা হতে পারে আসন্ন ভারত-বাংলাদেশ ম্যাচের বিভিন্ন দিক নিয়ে।
ফুটবলের সাম্প্রতিক আলোচিত বিষয় নারীদের ফুটবলে সংকট নিয়ে আনুষ্ঠানিক কোনো আলোচ্যসূচি নেই। ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে ১৮ নারী ফুটবলার বিদ্রোহ করেছিলেন, যা নিয়ে বিশেষ কমিটি গঠন করা হয়। এই কমিটি খেলোয়াড়, কোচ ও নারী উইংয়ের নানা বিষয় পর্যবেক্ষণ করে সুপারিশ করলেও বাস্তবায়ন হয়নি। কোচ ও খেলোয়াড়দের মধ্যে দূরত্ব এখনো রয়ে গেছে, যা নিয়ে নির্বাহী কমিটিতে আলোচনা হলে সমাধান সহজ হতে পারত। কিন্তু সেটা হচ্ছে না।
গত ১১ ডিসেম্বরের সভায় জানুয়ারির তৃতীয় সপ্তাহ ও ফেব্রুয়ারির মাঝামাঝি চট্টগ্রাম ও যশোরে নির্বাহী সভা আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের বিদেশ সফরের কারণে তা নির্ধারিত সময়ে হয়নি। আজ সকালে বাংলাদেশ ফুটবল দল শিলংয়ের উদ্দেশে যাত্রা করবে, আর দুপুরে বাফুফে ভবনে নির্বাহী সভা অনুষ্ঠিত হবে। আলোচ্যসূচির ১০টি বিষয়ের মধ্যে দুটি আর্থিক বিষয় রয়েছে, যার মধ্যে ২০২৫ সালের বাজেট এবং ফিফার সাম্প্রতিক ফান্ড সংক্রান্ত সিদ্ধান্ত অন্যতম।
২৬ অক্টোবরের নির্বাচনের পর ৯ নভেম্বর অনুষ্ঠিত হয় প্রথম কার্যনির্বাহী কমিটির সভা, যেখানে প্রায় ২০টি কমিটির চেয়ারম্যান মনোনীত হলেও গুরুত্বপূর্ণ রেফারিজ কমিটি গঠন করা হয়নি। পরে ১১ ডিসেম্বর দ্বিতীয় নির্বাহী সভায় রেফারিদের সম্মানী বৃদ্ধির বিষয়টি আলোচনায় এলেও তখনো রেফারিজ কমিটি হয়নি। এবার তৃতীয় সভায় এসে তারা এ বিষয়ে পদক্ষেপ নিতে যাচ্ছে। ইতোমধ্যে রেফারিরা প্রিমিয়ার লিগের প্রথম পাঁচ রাউন্ডের সম্মানী পেয়েছেন, এবং ঈদের আগে বাকি চার রাউন্ডের অর্থপ্রাপ্তির আশ্বাস পেয়েছেন। তবে কাজী সালাউদ্দিনের সময় থেকে ফেডারেশন প্রায় এক কোটি টাকা দেনার মধ্যে রয়েছে।
বাফুফেতে প্রায় ১০০ জন স্টাফ থাকলেও কোনো নির্দিষ্ট এইচআর পলিসি নেই, যা আসন্ন সভায় অনুমোদনের জন্য উপস্থাপিত হবে। এপ্রিলে ঢাকার বিভিন্ন স্কুলকে নিয়ে স্কুল ফুটবল আয়োজনের পরিকল্পনা রয়েছে, যার আলোচনা সভায় অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ এবং তৃণমূল পর্যায়ের ফুটবল উন্নয়ন নিয়েও আলোচনা হবে। সাধারণত সাধারণ সম্পাদক বার্ষিক সাধারণ সভায় কার্যক্রম উপস্থাপন করেন, তবে এবার নতুন নির্বাহী কমিটির তৃতীয় সভায় গত চার মাসের কর্মকাণ্ডের রিপোর্ট উপস্থাপন করতে হবে।
নারী ফুটবলের সংকট, কোচের নিয়োগ, এবং ফেডারেশনের প্রশাসনিক ভার নিয়ে নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে মতবিরোধ রয়েছে। অনেকেই এ বিষয়ে মতামত রাখতে চাইলেও আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে এটি অন্তর্ভুক্ত হয়নি, ফলে তারা বিবিধ আলোচনার ওপর নির্ভর করতে হবে।